ওয়েব ডেস্ক: ফের সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেশবিরোধী পোস্ট করার অভিযোগ উঠল রেলকর্মী ইমারুল শেখ ওরফে স্বপন শেখের বিরুদ্ধে। অভিযুক্ত আউশগ্রামের পিচকুড়ি গ্রামের বাসিন্দা বলেই জানা গিয়েছে। ধৃতকে রবিবার বর্ধমান আদালতে (Bardwan Court) পাঠাল গুসকরা ফাঁড়ির পুলিশ।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কন্ঠস্বর নকল করে একটি ফেক ভিডিও (Fake Video) পোস্ট করেছিলেন পিচকুড়ি গ্রামের বাসিন্দা ও রেলের চতুর্থ শ্রেণীর কর্মী ইমারুল শেখ। সংশ্লিষ্ট পোস্টে পাকিস্তান এবং বাংলাদেশের জাতীয় পতাকার ছবি ব্যবহার করে দেশ তথা দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করা হয়েছিল। শত্রুদেশের পক্ষ নিয়ে দেশের বিরোধিতা করায় সোশ্যাল মিডিয়ার ওই পোস্ট দেখে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় এলাকা থেকেই খবর যায় পুলিশের কাছে। তারপরই শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: টেন্ডার দুর্নীতি আলিপুরদুয়ার পুরসভায়, অভিযোগ অস্বীকার পুরসভার চেয়ারম্যানের
জানা গিয়েছে, অভিযুক্ত ইমারুল শেখের দুই ভাই আছে। তিন ভাইয়ের মধ্যে সে সকলের বড়। তার বাবা রেলের কর্মরত ছিলেন। পরবর্তীতে, বাবার মৃত্যুর ওই চাকরি পান বড় ছেলে ইমারুল শেখ। তিনি বর্তমানে বর্ধমানে কর্মরত ছিলেন। ইমারুলের বিরুদ্ধে দেশদ্রোহিতা সহ একাধিক গুরুতর অপরাধের ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, ভারত পাক যুদ্ধের আবহে এর আগেও পাকিস্তান ও বাংলাদেশের সমর্থনে ভারত বিরোধী পোস্ট করেছিলেন ধানতলা থানার হোসেনপুর এলাকার এক বাসিন্দা। যদিও সেই বিষয় সামনে আসার পরেই ধানতলা পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছিল।
দেখুন আরও খবর: