এগরা: সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী (Anti -India Comments) মন্ত্যব্য পোস্ট করার অভিযোগে এগরায় স্কুল শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার এগরা ২ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সামসের আলম খান। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক সাথে গ্রামীণ চিকিৎসক ও বটে।স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে ফেসবুকে ভারত বিরোধী পোস্ট করে পুলিশের হাতে গ্রেফতার এক প্রাথমিক শিক্ষক। পেহেলগাম হত্যাকাণ্ড চালানোর পরে সারা দেশ জুড়ে দাবি উঠেছিল পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকদিন ধরে পাকিস্তানে থাকা বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। সেই কাজকে সাধুবাদ জানিয়ে উৎসবে মেতেছে দেশবাসী। ঠিক সেই পরিস্থিতিতে ভারতের একজন নাগরিক হয়ে পেশায় শিক্ষক হয়ে দেশ বিরোধী মন্তব্য করেন। ওই শিক্ষক পাকিস্তান জিন্দাবাদ লিখেছেন তো কখনও ভারত শেষ হয়ে যাবে বলে সমাজ মাধ্যমে দেশ বিরোধী পোস্ট করছেন স্কুল শিক্ষক। অভিযোগ জানানোর কয়েকঘণ্টার মধ্যে কড়া পদক্ষেপ করে এগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে আইনি ধারায় দেশ বিরোধী মন্তব্য পোস্ট করায় নন বেলেবেল সেকশন দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার ওই স্কুল শিক্ষককে কাঁথি আদালতে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: যুদ্ধ পরিস্থিতিতে তিন মাসের রেশন মজুত করার নির্দেশ নবান্নর
অন্য খবর দেখুন