আলিপুরদুয়ার:১২ বছর বয়সী এক নাবালিকাকে যৌন নির্যাতনের (Sexual Harrshment) অভিযোগ উঠল ৬০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে শামুকতলা থানা (Samuktala Police Station) এলাকায়। এদিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার স্কুল থেকে ফিরে ওই নাবালিকা মাঠে খেলতে যায়। সেই সময়েই ওই ব্যক্তি তাঁকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গোয়াল ঘরে যৌন নির্যাতন চালায়। খবর জানানানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছুটি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ফিরবেন না কলকাতা
এদিন রাতেই নাবলিকার পরিবারের তরফে শামুকতলা থানায় (Samuktala Police Station) অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদিন রাতেই নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায় পুলিশ। আজ বুধবার অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে (Alipurduar Court) তোলা হবে।
দেখুন অন্য খবর