ওয়েব ডেস্ক : ফের বড়সড় রদবদল পুলিশে। এবার রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল করা হল নবান্নর (Nabanna) তরফে। ইনটেলিজেন্স ব্রাঞ্চের এডিজি ও আইজিপি থেকে জ্ঞানবন্ত সিংকে (Gyanwant Singh) সরানো হল। তাঁকে পাঠানো হল সেফটি অ্যান্ড রোড সেফটি বিভাগে। তবে হঠাৎ করে এমন বদলি কেন? তা নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বদলিকে অনেকে ওই পুলিশ (Police) আধিকারিকের অবনমন বলে মনে করছেন।
সোমবার নবান্নের (Nabanna) তরফে এই বদলি নিয়ে একটা বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে এবার থেকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিজি ও আইজিপি পদে দায়িত্ব নেবেন এসসিআরবি-র ডিজি সিদ্ধনাথ গুপ্ত।
আরও খবর : রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ২
এর পাশাপাশি রাজেশ কুমার সিংকে এডিজি ও আইজিপি, পশ্চিমবঙ্গ পদে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তিনি আগে ট্রাফিক বিভাগের দায়িত্ব সামলাচ্ছিলেন।
নবান্নর (Nabanna) তরফে এটিকে রুটিন বদলি অথবা ‘রুটিন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার’ বলা হচ্ছে। তবে এই বদলি নিয়ে আইপিএস মহলেও কানাঘুষো শুরু হয়েছে বলে খবর। একাংশ মনে করছেন, জ্ঞানবন্ত সিংকে ট্রাফিক বিভাগে সরিয়ে নিয়ে এসে নবান্নর তরফে একপ্রকার গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে। তবে রাজ্য সরকার এসব মানতে নারাজ। বিষয়টিকে রুটিন বদলি বলে জানানো হয়েছে নবান্নের তরফে।
দেখুন অন্য খবর :