ওয়েব ডেস্ক: দক্ষিণ কলকাতার আইন কলেজে (South Calcutta Law College) ‘মনোজিৎ মিশ্রর’ (Manojit Mishra) মতো দাপুটে ছাত্র নেতার ‘দাদাগিরি’র অভিযোগ সামনে আসার পর থেকেই রাজ্যের একের পর এক কলেজে একই অভিযোগ উঠে আসছে। এবার সোনারপুর কলেজে (Sonarpur College) এক ছাত্রনেতার বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ প্রকাশ্যে এল। এই সংক্রান্ত একটি ভিডিও (Viral Video) ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওতে দেখা যাচ্ছে, কলেজ চত্বরে এক নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর ৪৪ এর ছাত্রনেতা প্রতীক কুমার দে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বর থেকে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, প্রতীক কুমার দে বর্তমানে সোনারপুর মহাবিদ্যালয়ের (Sonarpur College) ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর। পাশাপাশি তিনি রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদেও রয়েছেন। জানা গিয়েছে, তাঁকে এই পদে মনোনীত করেছেন স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র (Lovely Maitra)।
আরও পড়ুন: ৯ অগস্ট ‘কালীঘাট চলো’র ডাক অভয়া মঞ্চের
রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার তাঁর বিরুদ্ধে এর আগেও শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন সোনারপুর থানায়। তিনি বলেন, “আমি আগেই অভিযোগ করেছিলাম। আজকের ঘটনা আবারও প্রমাণ করে দিল আমি যা বলেছিলাম তা সত্যি। বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়ালেও, বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য আসেনি।
দেখুন অন্য খবর