বাঁকুড়া: ৫৯ হাজার লোকের চাকরি যাচ্ছে। আগাম জানিয়ে দিলেন ওন্দার বিজেপি বিধায়ক (BJP MLA)। লোকসভার পর সব পঞ্চায়েত দখল করার হুঁশিয়ারিও বিধায়কের কন্ঠে। বিধায়কের শিক্ষা নিয়ে কটাক্ষ করল তৃণমূল (TMC)।
লোকসভা ভোট শেষ হলেই ওন্দা বিধানসভার সব পঞ্চায়েত দখল করবই করব বলে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি। ৩০ এপ্রিলের মধ্যে আরও ৫৯ হাজার লোকের চাকরি যাওয়া শুধু সময়ের অপেক্ষা। প্রকাশ্য সভা থেকে আগাম জানিয়ে দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সভামঞ্চ থেকে বিজেপি বিধায়কের এই বক্তব্যে শোরগোল পড়ল বাঁকুড়ায় (Bankura)। বিজেপি বিধায়ক অমর নাথ শাখার এই বক্তব্যে তৃনমূল ওই বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনায় সরব হয়েছে। নিজেরা জায়গা খুঁজুন ভোটের পর কোথায় লুকোবেন। কতটা প্রতিহিংসা পরায়ণ এরা শুধু চাকরি খেতে জানে। চাকরি দিতে জানে না প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের।
আরও পড়ুন: ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অর্জুন সিং
বাঁকুড়ার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি। বারেবারে তাঁর মন্তব্য নিয়ে যেমন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে তেমনই প্রকাশ্যে তাঁর একাধিকবার বক্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকেও। ভোটের মুখেও তাঁর মুখে শোনা গেল সেই বেলাগাম বক্তব্য। বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দা বিধানসভার রতনপুরে বিজেপির একটি নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে অমরনাথ শাখা বলেন, ৪ জুনের পর লোকসভা ভোট মিটতেই আমরা এই বিধানসভার প্রত্যেকটি পঞ্চায়েত দখল করে নেব। কারও হিম্মৎ নেই আমাদের আটকায়। রাজ্যের চাকরী দুর্নীতি প্রসঙ্গেও শোনা যায়া তাঁর বেলাগাম মন্তব্য। অমরনাথ শাখার দাবি, আগামী ৩০ এপ্রিল এ রাজ্যের আরো ৫৯ হাজার মানুষ চাকরি হারাবেন। এখন শুধু সময়ের অপেক্ষা। মঞ্চে নিজের বক্তব্যের সমর্থনে অমরনাথ শাখার যুক্তি, এই বক্তব্য কোনও উস্কানিমূলক মন্তব্য নয়। লোকসভার ফলাফল ঘোষণার পর তৃনমূলের দলীয় কার্যালয় খোলার মতো কেউ থাকবে না। তখন বিজেপি ছাড়া পঞ্চায়েত চালানোর মতো আর কেউ থাকবে না। চাকরি যাচ্ছে এই প্রসঙ্গে নিয়ে তার দাবি যাদের চাকরি যাচ্ছে তাদের উচিত যাদের টাকা দিয়েছেন তারা সেই তৃণমূলের নেতাদের বাড়ি থেকে তাড়া করে নিয়ে যাওয়া।
বিধায়কের প্রকাশ্যে এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। বিষ্ণূপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের দাবি, অমরনাথ শাখার শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত কম। ভোট যত এগিয়ে আসছে ততই হতাশায় ভূগে এই ধরনের মন্তব্য করে বসছেন। পঞ্চায়েত দখল করা তো দূরে থাক বিজেপির লোকজন জায়গা খুঁজে রাখুন ৪ ঠা জুনের পর তাঁরা কোথায় লুকোবেন। এরা চাকরি খাদক। এরা শুধু প্রতিহিংসা পরায়নের রাজনীতি করে এর জবাব বাংলার মানূষ দেবে এবার ভোটে।
আরও খবর দেখুন