কলকাতা: প্রতি বছর উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে মহানায়ক সম্মান প্রদান করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এই বছরও তার ব্যতিক্রম হল না। অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ‘মহানায়ক’ সম্মান পেতেই ধেয়ে এল কটাক্ষ। এবার টলিউড অভিনেতা অঙ্কুশ মুখ খুললেন ‘মহানায়ক সম্মান’ নিয়ে। অঙ্কুশের ঝুলিতে মহানায়ক সম্মান দেখে খুশি নেটপাড়া। তবে সেই সঙ্গে অনেকেরই মনে জেগেছে একটা প্রশ্ন। জিতের মতো একজন অভিনেতার কি মহানায়ক সম্মান পাওয়ার যোগ্যতা নেই?
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। আবেগে আপ্লুত হয়ে অভিনেতা সোশ্যাল মিডিয়া এটা নিয়ে পোস্ট করতেই বাকিটা ইতিহাস। তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে কেউ ছাড়েনি।
আরও পড়ুন: Ranjit Mallick | এবার ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন রঞ্জিত মল্লিক
এদিন অভিনেতা লিখেছেন, পুরস্কার অনুপ্রেরণা যোগায়। তাই গ্রহণ করলাম। এই পুরস্কারের জন্য নিজেকে যোগ্য করে তুলতে আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। আমার মতো একজন সামান্য নায়ককে এই মহানায়ক সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ।
অঙ্কুশকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিকা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও। লিখলেন, তোমার সফলতার জন্য অভিনন্দন। তোমার কর্মজীবন আরো সাফল্য পাক। আমরা তোমার জন্য গর্বিত।
প্রসঙ্গত, ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্য সরকার ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মহানায়ক’ সম্মান তুলে দেন অঙ্কুশ ছাড়াও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, হরনাথ চক্রবর্তীরা সমেত টলিউডের এক ঝাঁক তারকা।