বহরমপুর: ভুয়ো শিক্ষক নিয়োগ কাণ্ডে (Teacher Recruitment Scam) গ্রেফতার (Arrest) মূল অভিযুক্ত অনিমেষ তিওয়ারি। জাল নথি ব্যবহার করে ছেলে অনিমেষকে স্কুলের চাকরিতে নিয়োগের অভিযোগ ওঠে গোঠা হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে। সেই ঘটনায় তদন্তে নেমে আগেই বহরমপুর থেকে তিনজনকে গ্রেফতার করে সিআইডি (CID)। এবার মূল অভিযুক্ত অনিমষকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার সকালে রঘুনাথগঞ্জ থেকে ওই ভুয়ো শিক্ষককে গ্রেফতার করা হয়। আজই তাঁকে বহরমপুর আদালতে পেশ করা হয়।
যে বছর রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের কোনও পরীক্ষাই হয়নি, সেই বছরই রহস্যজনক ভাবে চাকরি পেয়েছিলেন অনিমেষ। তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছিলেন সিআইডির গোয়েন্দারা। তিনি মুর্শিদাবাদের একটি স্কুলে ভূগোলের শিক্ষক হিসেবে চাকরি পান। তাঁর বাবা আশিস তিওয়ারি একই স্কুলের প্রধান শিক্ষক। অভিযোগ ওঠে, অনিমেষের এই চাকরি বৈধ নয়। এরপরই বিষয়টি আদালতের নজরে আসে। কলকাতা হাইকোর্ট অনিমেষের স্কুলে আসা ও বেতনের উপর নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন অনিমেষ।
আরও পড়ুন:Pune | Fire | কাপড়ের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা
আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্তে নামে সিআইডি। বহরমপুরে জেলা শিক্ষা দফতরেও তদন্ত চালায় কেন্দ্রীয় আধিকারিকরা। গ্রেফতার হন স্কুলের প্রধান শিক্ষক অর্থাৎ অনিমেষের বাবা আশিস তিওয়ারি। কিন্তু অনিমেষের নাগাল পাচ্ছিল না গোয়েন্দা পুলিশ। গত পাঁচ মাস ধরে তাঁর খোঁজ চলছিল। কিন্তু পঞ্চায়েতে ভোট দিতে গ্রামের বাড়িতে ফিরতেই সিআইডির হাতে গ্রেফতার হন অনিমেষ।