বোলপুর: বাড়ির জমি বিতর্কের মাঝেই শান্তিনিকেতনের নিজের বাড়িতে ফিরলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। সপ্তাহ দুয়েক শান্তিনিকেতনের বাড়িতে থাকার পরিকল্পনা রয়েছে তাঁর।
শান্তিনিকেতনে প্রতীচী বাড়ি অধ্যাপক অমর্ত্য সেনের। তাঁর শান্তিনিকেতন প্রতীচী বাড়ির জমি নিয়ে বিশ্বভারতীর সঙ্গে সংঘাত রয়েছে দীর্ঘদিনের। বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি ছাড়ার আইনি নোটিস দিয়েছিল। জমি না খালি করলে জোরপূর্বক জমি দখলের হুমকিও দেওয়া হয় বিশ্বভারতীর তরফে।
আরও পড়ুন: Rajya Sabha | Election | রাজ্যসভায় ৭ আসনের মেয়াদ শেষ হচ্ছে, ভোট ২৪ জুলাই
এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন। বিশ্বভারতীর হুমকি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অমর্ত্যর পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আমি যা দেব না, আমাকে চেনে না। পাশাপাশি গত মাসে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শান্তিনিকেতনের প্রতিচি বাড়ির সামনে বুদ্ধজীবিরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়েছেন। স্বাভাবিকভাবেই এদিন নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন তিনি শান্তিনিকেতন বাড়িতে আসা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।
প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ‘জমি কব্জাকারী’। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সর্বত্র নিন্দার শিকার হন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ এমনকী ‘ভারতরত্ন’ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের ‘প্রতীচী’ বাড়িতে জমি খালি করার নোটিস লাগিয়ে দিতেও দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি বিভাগের আধিকারিকদের৷ এক সময় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপও দেখা গিয়েছিল শান্তিনিকেতনে। এবার বিদেশ থেকে নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোর বার্তা এল এ দেশে।