কলকাতা: মঙ্গলবার দুপুর ৩টে পর্যন্ত ৪ হাজার ৮৭১টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে, জানাল রাজ্য নির্বাচন কমিশন। তবে এই সংখ্যা রাত পর্যন্ত আরও বাড়তে পারে বলে জানিয়েছে কমিশন। এছাড়াও এখনও পর্যন্ত ভোট পর্বে মোট ৫ হাজার ১৩০ জনকে আটক করেছে পুলিশ।
রাজ্যের আসন্ন পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকে একাধিক এলাকায় অশান্তির খবর সামনে আসে। ভাঙড়, ক্যানিং সহ একাধিক এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এরপরই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। হাইকোর্টের তরফে রাজ্যের সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশই বহাল রাখে দেশের শীর্ষ আদালত। এর মাঝে আজই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় চার হাজার মনোনয়নপত্র প্রথ্যাহার করেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং নির্দল প্রার্থী। বিকেলে কমিশন জানায়, তৃণমূল কংগ্রেসের ১১০৭, বিজেপির ১৫০৩, কংগ্রেস ৩৮৩, সিপিএমের ১০০৬, ফরওয়ার্ড ব্লকের ৩৭ ও নির্দলের ৬৭০টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন: Panchayat Election 2023 |Opponents | সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত বিরোধীদের
পাশাপাশি ভোট পর্বে যে অশান্তির পরিস্থিতি রাজ্য জুড়ে চলে, সেক্ষেত্রেও একাধিক লোকজনকে আটক করে পুলিশ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অনভিপ্রেত ঘটনা ঘটেছে ৬৮টি। লাইসেন্স অস্ত্র জমা করা হয়েছে ১৩,৮৯০টি ও লাইসেন্স ছাড়া অস্ত্র আটক হয়েছে ৫৭টি। একইসঙ্গে বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছে ৩০৯টি। জামিন অযোগ্য ধারায় গ্রেফতার হয়েছে ৪,২৫৯। ভোট পর্বে এখনও পর্যন্ত আহত হয়েছেন ১৩২ জন।