পূর্ব মেদিনীপুর: কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikary) জনসংযোগ (Public Relation) কর্মসূচির উপর তৃণমূল কংগ্রেসের হামলার অভিযোগ বিজেপির (BJP)।পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ভাজা চাউলি অঞ্চলের সরপাইতে সৌমেন্দুর জনসংযোগ কর্মসূচিতে বিজেপির উপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হামলা চালানোর অভিযোগ তুলল বিজেপি। পশ্চিম সরপাই কাঠপুল এর কাছে বিজেপির জনসংযোগ কর্মসূচির ওপর পাথর ছুড়ে হামলা করে তৃণমূল কংগ্রেস। এমনই অভিযোগ বিজেপির। পাথরের আঘাতে আহত দুজন দলীয় কার্যকর্তাকে প্রাথমিক চিকিৎসার জন্য খড়িপুকুরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় বলে বিজেপি সূত্রে খবর। গুরুতর আহতদের তমলুক মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সৌমেন্দু অধিকারীর উপস্থিতিতে এই হামলা হয়। বিজেপির দাবি, মানুষের মধ্যে জনজাগরণ ঘটেছে হামলা করে আটকানো যাবে না বিজেপিকে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আক্রমণের নিন্দা করে ধিক্কার জানিয়েছে বিজেপি।
তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি, এই ধরনের কোনও ঘটনার সঙ্গে যুক্ত নয় তৃণমূল কর্মীরা। যদি কোনও অসামাজিক কার্যকলাপ ঘটে, পুলিশ তার নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। ভোটের মুখে বিজেপি খবরে এসে বাজার গরম করতে চাইছে।
আরও পড়ুন: তৃণমূল নেতাকে মারধর, থানা ঘেরাও সমর্থকদের
আরও খবর দেখুন