নদিয়া: নবদ্বীপে (Nabadwip) রাস পূর্ণিমার রাতে যুবককে পিটিয়ে মারার ( Beaten Men) অভিযোগ। মৃতের নাম গোবিন্দ দেবনাথ । ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পৌরসভার ৫নং ওয়ার্ডের মনিমালা রোডে। জানা দিয়েছে, গোবিন্দ দেবনাথের সঙ্গে বচসা ও গন্ডগোল বাধে পাশের পাড়ার এক বাসিন্দার। এলাকাবাসী জানিয়েছেন, দুজনেই নেশাগ্রস্ত ছিল। রাতে দুজনের মধ্যে ঝামেলা বাধে। তার থেকে ওই যুবককে মারধর করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ হাসপাতাল এ নিয়ে যায়। চিকিৎসকরা গোবিন্দকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজস্থানের কোটায় বাংলার মেধাবী ছাত্রের আত্মহত্যা
জানা গিয়েছে, সোমবার রাতে পাশের পাড়ার বাসিন্দার সঙ্গে ছিলেন গোবিন্দ। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। রাগের বসে গোবিন্দকে মারে ওই যুবক। তারপরে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ হাসপাতাল এ নিয়ে যায়। চিকিৎসকরা গোবিন্দকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে গোবিন্দর মৃত্যুর পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
আরও অন্য খবর দেখুন