কলকাতা: এবার হাওড়া পুরসভায় (Howrah Municiple Corporation) উঠলো দুর্নীতির অভিযোগ। একই ব্যক্তি একই সময় বেতন পাচ্ছেন বিভিন্ন বিভাগ থেকে এরকমই বড়সড় দুর্নীতির (Scam) অভিযোগ হাওড়া পুরসভায়। এই তথ্য সামনে আসতেই রীতিমতো শোরগোল পরে গিয়েছে। বিশেষ করে কনজারভেন্সি এবং হেলথ এই দুই দপ্তরেই এরকম ভুরি ভুরি অভিযোগ এসেছে বলেই জানা গিয়েছে। এদিকে ইতিমধ্যে কয়েককোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। খোঁজ মিলেছে একশো’র বেশি কর্মীর। শুরু হয়েছে তদন্ত।
সূত্রের খবর, প্রায় এক বছর ধরে চলছে এই দুর্নীতি। তদন্তকারীদের স্ক্যানারের রয়েছে ফিনান্স বিভাগের আধিকারিকরাও।একই কর্মী দুই দপ্তর থেকে একই সাথে বেতন পাচ্ছেন এমন ঘটনায় কর্পোরেশনের মধ্যেই যে ঘুঘুর বাসা তার আরও একবার প্রমাণ মিলেছে। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী বলেন, বিষয়টি জানার পরেই ফিন্যান্স দপ্তরকে দিয়ে তদন্ত করানো হচ্ছে এবং যাদের যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি স্বীকার করে নেন সকালে তিন ঘন্টার ডিউটি যারা করেন গত বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ার সময় সেই সময়ে তাদেরকে দিয়ে পাশাপাশি আট ঘন্টার অতিরিক্ত অন্য ডিউটিতে নিয়োগ করা হয়েছিল। তারা সকালে তিন ঘন্টা যেমন ডিউটি করেছেন পাশাপাশি ৮ ঘন্টা ডিউটি তারা করেছেন।
আরও পরুন: Panchayat Election 2023 | Garhbeta | নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন না, সুশান্ত ঘোষ
অর্থাৎ তাঁরা যে বসে বেতন পেয়েছেন এরকম অভিযোগ ঠিক নয়। তাঁরা কাজ করেছেন তাই বেতন পেয়েছেন। তবে এই বেতন এখনই রিফান্ড করা হবে কিনা সে বিষয়টি এখনও আলোচনা হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।