বাসন্তী: পঞ্চায়েত (Panchayat Election) সংঘর্ষ অব্যাহত। বাসন্তীতে পরাজিত মহিলা তৃণমূল প্রার্থীকে (TMC Candidate Beaten) মারধরের অভিযোগ নির্দল প্রার্থী (Independent Candidate) ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় উভয়পক্ষের তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী পারুলি লস্করকে মারধরের অভিযোগ উঠল নির্দল প্রার্থীর অনুগামী বিরুদ্ধে। আশঙ্কা জনক অবস্থায় তৃণমূল প্রার্থী ক্যানিং মহকুমা হাসপাতালে (Canning Hospital) ভর্তি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নির্দল প্রার্থীর স্বামী বাবলু লস্কর।
এ বিষয়ে বাবলু বলেন, পারিবারিক বিবাদের জেরে এই অশান্তি। নির্দল প্রার্থীর অনুগামীদের উপর চড়াও হয় ওই পরাজিত তৃণমূল প্রার্থীর লোকজন। আশঙ্কাজনক অবস্থায় নির্দল প্রার্থীর দুই অনুগামী কাঠালবেড়িয়া সুস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় বাসন্তী থানায় উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
আরও পড়ুন: লাটাগুড়িতে পানীয় জলের দাবিতে সরব স্থানীয়রা
এদিকে ভোটের ফলাফলের পর থেকেই রাজ্য জুড়ে দেখা যাচ্ছে নির্দল ছেড়ে তৃণমূলে যোগদানের হুড়োহুড়ি। কয়েকদিন আগেই জয়পুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২০টি। তার মধ্যে তৃণমূল ৮, বিজেপি ১০ ও কংগ্রেস সমর্থিত নির্দল ২ জন প্রার্থী জয়ী হন। ত্রিশঙ্কু হয় জয়পুর গ্রাম পঞ্চায়েত। রবিবার জয়ী প্রার্থীদের মধ্যে ২ জন বিজেপি ও কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী তৃণমূলে যোগদান করেন। এছাড়াও জয়পুর ব্লকের বিজেপির মণ্ডল সহ-সভাপতি তৃণমূলে যোগদান করেন।