হাওড়া: হাওড়ায় (Howrah) সিপিএমের (CPM) উপর হামলার অভিযোগ। তৃণমূল (TMC) কর্মীদের দিকে অভিযোগের তির। প্রশাসনিক তদন্তের দাবি বামেদের। রবিবার সকালে সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় হাওড়া ধুলাগড়ে প্রচার শেষ করে শিবপুরে আসেন। তখন তিনি পর খবর পাযন ধুলাগারে সিপিআইএমের কর্মীদের উপর হামলা হয়েছে। ঘটনাস্থেল যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ব়্যাফ নামানো হয়। লাঠি নিয়ে হামলা করা হয় অভিযোগ।
সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, আমাদের কর্মীদের উপর হামলা হলে আমরাও এর শেষ দেখে ছাড়ব। দলের কর্মীরা আমাদের সম্পদ। কেন আমরা গণতান্ত্রিকভাবে প্রচার করতে পারব না? এই অঞ্চলের ১১টি বুথ অতি স্পর্শকাতর। এখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। প্রয়োজনে আমরা হাইকোর্টে যাব।
আরও পড়ুন: কলকাতায় বহুতল থেকে পড়ে ছাত্রীর রহস্যমৃত্যু
আরও খবর দেখুন