বোলপুর: খেলার মাঠ দখল করার অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও তাঁর দলের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। এর প্রতিবাদে তৃণমূলের কার্যালয় ঘেরাও করল এলাকাবাসী। রাতভর চলল বিক্ষোভ। স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে।
এলাকাবাসীর দাবি, বোলপুর পুরসভার কাশিমবাজারের কাছে একটি সরকারি জমিপড়ে রয়েছে। সেই জমি স্থানীয় তৃণমূল কাউন্সিলর দখল করে প্রোমোটারি করতে চাইছে বলে অভিযোগ। যদিও স্থানীয় কাউন্সিলর তাপস সরকারের দাবি, বোলপুর পুরসভা পিএইচপি যৌথভাবে একটি জল প্রকল্প করার চিন্তাভাবনা করছে। সেই জমিতে পুরসভার পক্ষ থেকে জল প্রকল্পের কাজ করা নিয়েই স্থানীয় কাউন্সিলর তাপসের সঙ্গে বচসা শুরু হয় এলাকাবাসীর।
আরও পড়ুন: Berhampore | বিনামূল্যে চিকিৎসা করতে এসে টাকা যাচ্ছে জলের পিছনে
স্থানীয়দের আরও অভিযোগ, গতকাল সন্ধ্যায় এলাকায় গিয়ে স্থানীয় কাউন্সিলার স্থানীয় বাসিন্দাদেরকে পুলিশের হুমকি দিয়েছে। পাশাপাশি তাঁদেরকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। তারপরই মধ্যরাতে ১৮ নম্বর ওয়ার্ডেই তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে চলে পার্টি অফিস ঘেরাওয়ের কর্মসূচি।