ওয়েবডেস্ক- বিধানসভা নির্বাচনকে (Assemble Election) পাখির চোখ করে বাংলায় (Bengal) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। একগুচ্ছ কর্মসূচির নিয়ে আজ আলিপুরদুয়ারে (Alipuduar) সভা করবেন তিনি। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত জেলাবাসী। জেলাজুড়ে কড়া নিরপত্তা।
অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) পর এই প্রথম বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, স্বাভাবিকভাবে নতুন কী বার্তা দেন সেদিকেই আছে আলিপুরদুয়ারের মানুষ। চা শ্রমিকদের (Tea Worker) মন পেতে প্রধানমন্ত্রী আজ চা শিল্প নিয়ে কোনও নয়া প্যাকেজ ঘোষণা করেন কিনা সেটাই এখন দেখার। প্রধানমন্ত্রীর সভায় চা-শ্রমিকদের হাজির করাতে জেলাজুড়ে ব্যাপক প্রচার চালিয়েছে বিজেপি।
২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বীরপাড়ায় আসেন প্রধানমন্ত্রী। সেইসময় তিনি চা বাগানগুলি অধিগ্রহণ করার কথা ঘোষণা করেছিলেন ৷ কিন্তু এখনও তাঁর সেই ঘোষণা বাস্তবায়িত হয়নি ৷ উলটে অভিযোগ চা বাগানের শ্রমিকরা বঞ্চনার শিকার। ঠিক মতো বেতন পায় না তারা।
তাঁদের পিএফ-এর টাকা জমা হচ্ছে না ৷ উত্তরের চা-বলয় বিজেপির শক্ত ঘাঁটি ৷ একুশের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের পাঁচটি আসনেই বিজেপি জিতেছে। আলিপুরদুয়ার ছাড়াও, জলপাইগুড়ি জেলার চা-বলয়ও বিজেপির দখলে ৷ প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতিতে সেজে উঠেছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ৷ সেই মাঠেই মোদির সভা হবে ৷
আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিজ্ঞা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সভার দিন আলিপুরদুয়ারে মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে। সবাই প্রধানমন্ত্রীর সভায় আসবেন। সাংসদ আরও জানান, আমরা আশা করছি, প্রধানমন্ত্রী এবার আমাদের চা-শিল্প নিয়ে কিছু বলবেন ৷ চা-শ্রমিকদের দুর্দশার কথা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি ৷ তাদের ন্যূনতম মজুরি, পিএফ-এর টাকা জমা না দিয়ে শ্রমিকদের সঙ্গে চা বাগান কর্তৃপক্ষগুলির বঞ্চনার কথা তুলে ধরা হবে।
দেখুন ভিডিও-