ওয়েবডেস্ক-জল্পনার অবসান। কাটল জট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার (Nadia) কালীগঞ্জ বিধানসভা (Kaliganj Assembly) উপনির্বাচনে (By Election) তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীর নাম ঘোষণা করলেন। প্রার্থী হচ্ছেন আলিফা আহমেদ (Alifa Ahmed)। চলতি মাসের ১৯ জুন উপ নির্বাচন।
প্রসঙ্গত, বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ (MLA Nasiruddin Ahmed) প্রয়াত হন। তার মৃত্যুর কারণে জায়গাটি খালি হয়ে যায়। সেই কারণেই এই উপনির্বাচন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। চিকিৎসা চলাকালীন মারা যান তিনি। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর থেকে তিন মাস বিধায়কহীন কালীগঞ্জ। নিয়ম অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে উপনির্বাচন করতে হত নির্বাচন কমিশনকে। অবশেষ রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়।
আরও পড়ুন- আজই বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, প্রবল দুর্যোগের আশঙ্কা
কালীগঞ্জ উপ নির্বাচনে বিজেপিকে জোর কদমে ধাক্কা দিতে জোরকদমে প্রচার শুরু করবে ঘাসফুল শিবিরে। কালীগঞ্জ কেন্দ্রের পাশাপাশি চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ১৯ জুন। কালীগঞ্জ ছাড়াও গুজরাটের কাদি, বিসাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নীলাম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে ওই দিন।
দেখুন আরও খবর-