জলপাইগুড়ি: তাপমাত্রার পারদও ক্রমশও ঊর্ধ্বমুখী। নিত্যদিনই চড়ছে বঙ্গের বিভিন্ন প্রান্তের তাপমাত্রা। পিছিয়ে নেই পাহাড়-জঙ্গল ঘেরা শিলিগুড়িও। আনুমানিক ৩০ থেকে ৩৫ ডিগ্রি এমনকি তারও বেশি চড়ছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে ছন্দ পতন হয়েছে স্বাভাবিক জনজীবনের। শুধু কি জীবন? বন্য পশুরাও অতিষ্ঠ এই তীব্র গরমে। আর সেক্ষেত্রে তীব্র গরমের হাত থেকে পশুদের রেহাই দিতে বেশ কিছু উদ্যোগ নিল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।
একদিকে যেমন পশুদের নাইট শেল্টারের সামনে বসানো হয়েছে এয়ার কুলার। ঠিক তেমনই এনক্লোজারের তেভরে রাখা হয়েছে স্নানের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা। এখানেই শেষ নয়, একাধিক পশুর জন্য আবার বরফের চাই-র বন্দোবস্ত করা হয়েছে। সেইসঙ্গে বেঙ্গল সাফারির অন্দরমহলে থাকা পশু-পাখিদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখছেন চিকিৎসকরা। তীব্র গরম থেকে রেহাই দিতে ইতিমধ্যে ডায়েট চাট বদলে দিয়েছেন চিকিৎসকরা। সব পশু-পাখিদের ডায়েট চাট যেমন বদলে দেওয়া হয়েছে তেমনই যুক্ত করা হয়েছে ওআরএস।
আরও পড়ুন: একটা ছোট মেয়ের সঙ্গে কী ব্যবহার করলেন রাজ্যপাল, প্রশ্ন মুখ্যমন্ত্রীর
বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, বর্তমান সময়ে তরমুজ, আপেল, কলা এবং পর্যাপ্ত জলের পাশাপাশি ওআরএস এবং ভিটামিন সি দেওয়া হচ্ছে পশু-পাখিদের। অন্যদিকে, পাখি সহ অন্যান্য জীবজন্তুদের এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে। গরমে যাতে তাদের কোনও সমস্যা না হয় সেদিকে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকরা। সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান, সাধারণ মানুষের সঙ্গে বন্য প্রাণীদের ইমিউনিটির একটা বড় পার্থক্য রয়েছে। তাই এই প্রাণীদের আরও বেশি করে যত্ন নেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম হলে সাধারণত শরীরে ডিহাইড্রেশন হয় সেই জন্য দিনে দুবার পানীয় জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস। এছাড়াও যেসব ফলে জলের পরিমাণ বেশী রয়েছে সেই খাবার গুলি দেওয়া হচ্ছে।
দেখুন আরও অন্যান্য খবর: