আসানসোল: মিল শ্রমিকদের বকেয়া বন্ধ ও সাসপেনশন নোটিশ দেওয়ায় রবিবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এবং সিপিএম সংগঠন সিটু একসঙ্গেই আন্দোলন করল। তাদের দাবি, মিল শ্রমিকদের বকেয়া পাওনা ফেরত দিতে হবে এবং দ্রুত কারখানা খুলতে হবে। এই দাবিতে একইসঙ্গে আন্দোলন শুরু করল বিজেপি ও সিপিআইএম। বিজেপি ও সিপিআইএম সংগঠন সিটুর একই ইস্যুতে আন্দোলন, তাহলে কি এই দুই দল গোপনে হাত মিলিয়েছে? উঠছে প্রশ্ন।
রবিবার আসানসোল রানীগঞ্জ পেপার মিলের শ্রমিকদের বকেয়া মেটানোর দাবি জানায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ও সিপিআইএম সংগঠন। অভিযোগ, প্রায় দুই মাস ধরে বেতন দেওয়া হয়নি। এর জন্য কিছু বকেয়া পাওনাও রয়েছে। শ্রমিকদের সাসপেনশন নোটিশও দেওয়া হয়েছে। খবর পেয়ে ছুঁয়ে আসেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল।
আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল হুমকি দিয়ে বলেন, শ্রমিকরা বেতন না পেলে আসানসোল স্তব্ধ করে দেব। অতি দ্রুত কারখানা খুলতে হবে ও শ্রমিকদের বেতন দিতে হবে।
আরও পড়ুন: দেবের প্রশংসায় পঞ্চমুখ সুকান্ত
এই প্রসঙ্গে তৃণমূল নেতা অভিজিৎ ভট্টাচার্য বলেন, শ্রমিকদের বকেয়া মেটানোর জন্য দল অনেকদিন ধরেই আন্দোলন করছে। এতদিন কোথায় ছিলেন অগ্নিমিত্রা? আসলে ভোটের আগে ময়দানে নেমেছেন তিনি। তবে সিপিআইএম এর সংগঠন সিটুর নেতা অবশ্য অগ্নিমিত্রাকে স্বাগত জানিয়েছেন। খিদে কোনও দল বা ধর্ম দেখে না, এমনটাই দাবি সিটু নেতার।
তবে নির্বাচনের আগে বিজেপি ও সিপিআইএম একই ইস্যুতে আন্দোলন, তবে কি এই দুই দল গোপনে হাত মিলিয়েছে? উঠছে প্রশ্ন।
আরও অন্য খবর দেখুন