মালদহ: মিজোরাম মুর্শিদাবাদের পর এবার ফের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল মালদহ। আসামের জোরহাটে কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে গিয়ে মারা গেল মালদহের এক পরিযায়ী শ্রমিক গত দু’মাস আগে শফিকুল মমিনের ছেলে ছোটু মমিন কাজ করতে গিয়েছিল আসামে। সেখানে গতকাল টাওয়ার থেকে পড়ে মারা যায় বলে দাবি পরিবারের। ছোটু মমিনের বয়স আনুমানিক ২১ বছর। এখানে কাজ না পেয়েই বাইরে যেতে হয়েছিল বলে দাবি করেছে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার।
পশ্চিমবঙ্গে কাজের সুযোগ না থাকাতেই ভিন রাজ্য়ে কাজের খোঁজে যেতে হচ্ছে শ্রমিকদের বলে কটাক্ষ শাণিয়েছিলেন বিরোধীরা। সেই সেতু বিপর্যট কাটতেই ফের ভিনরাজ্যে কাজকরতে করতে গিয়ে প্রাণ গেল।
আরও পড়ুন: চাঁদমামার বাড়িতে ছ’ দিন কাটল, প্রজ্ঞানের মেয়াদ আর মাত্র আটদিন
কিছুদিন আগের ঘটনা। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হয় গাজিয়াবাদের এক শ্রমিকের। সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের। যার মধ্যে ২ জন সামশেরগঞ্জ ও একজন ফরাক্কার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, তাঁরা একসঙ্গেই রাজমিস্ত্রির কাজ করতেন।
এদিকে মিজোরামের ঘটনার পরেই পরিযায়ী শ্রমিকদের মৃত্যুকে হাতিয়ার করে ফের এ রাজ্যে কর্মসংস্থানের বেহাল দশা নিয়ে অভিযোগ তোলে বিরোধীরা। তার রেশ কাটতে না কাটাই ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা।