বেহালা: শিক্ষা হয়নি বেহালার ওই ঘটনা থেকে। এখনও সেই দিনের ঘটনার কথা ভাবলেই আতঙ্ক পরিবেশ তৈরি হয়। এদিন ফের ফের দুর্ঘটনা বেহালায়। বৃহস্পতিবার সকালে বেহালার ঠাকুরপুকুরে আবারও পথ দুর্ঘটনার শিকার স্কুল পড়ুয়ারা। তারা প্রত্যেকেই মাদার মিশন স্কুলের পড়ুয়া। তবে দুর্ঘটনা গুরুতর নয় বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা খবর, এদিন সকালে একটি স্কুলের পুল কার যেখানে চারটি স্কুল পড়ুয়াকে নিয়ে যাচ্ছিল স্কুলের দিকে জোকা থেকে তারাতলার দিকে। ঠিক ঠাকুরপুকুর দাসপাড়া জেমস লং সরণি গাড়ির চাকা ডিভাইডারে উঠে যায়। এর জেরে পাল্টি খেয়ে যায় গাড়িটি। ভেঙে যায় গাড়ির কাচ এবং চারজন পড়ুয়ার মধ্যে দুজনের আঘাত লাগে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়েছে। তাদের পরিবারের লোক তাদেরকে নিয়ে গিয়েছে। তবে এদিন যেভাবে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে, তাতে ফের প্রাণহানীর আশঙ্কা ছিল বলে মনে করছে এলাকার মানুষজন।