কলকাতা: ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত। এর ফলে আগামিকাল মঙ্গলবার ও পরশু বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কারণ, হাওয়া অফিস জানিয়েছে, ঘনীভূত ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে৷ একই সঙ্গে বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে৷ সোমবার সন্ধেয় এমনটাই জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতর৷
বুলেটিনে বলা হয়েছে, পরপর দুদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তার মধ্যে বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আর মঙ্গলবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পশ্চিম বর্ধমান, হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়ায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে, আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন-চতুর্থ স্তম্ভ: মোদিজির আমেরিকা ভ্রমণ
ঝোড়ো হাওয়ার বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, দুদিনই ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। আর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে। এই দুইয়ের জেরে বন্যাপ্রবণ এলাকার পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়তে পারে নদীতে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা আছে।