দত্তপুকুর: ফের দত্তপুকুরে (Duttapukur) বোমা বিস্ফোরণ (Explosion)। মঙ্গলবার গভীর রাতে উলা পশ্চিমপাড়ায় ফাঁকা বাঁশবাগানে বোমা বিস্ফোরণ হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত স্থানীয়রা। গতকাল রাত ১১টা নাগাদ আচমকাই একটি বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। খবর জানার পরে এলাকায় পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ (Duttapukur Police)। স্থানীয়দের দাবি, এই বাঁশ বাগানে বোমা মজুত করা রয়েছে। আর তা থেকেই এদিন রাতে মারাত্মক বিস্ফোরণ ঘটে। তবে এই বাগানের কেউ না থাকায় হতাহতের কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আরও মজুত বোমার সন্ধান পাবে বলে দাবি স্থানীয়দের।
এই ঘটনায় আইএসএফ ও সিপিএম যোগসাজোশ করে বোমা মজুত করে রেখেছে বলে দাবি করেছে তৃণমূল। তৃণমূলের অঞ্চল সভাপতি নিজামুল কবির বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিস উপযুক্ত পদক্ষেপ নেবে। যদিও সিপিএম ও আইএসএফ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন: কেরলে নিপা ভাইরাসে দুজনের মৃত্যু
উল্লেখ্য, কয়েকদিন আগেই দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে ৯ জনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত হন বহু। শুধু তাই নয়, বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, মৃতদেহ পাশের দোতলা বাড়ির চিলেকোঠায় উঠে গিয়েছিল। বিস্ফোরণস্থল থেকে কয়েক মিটার দূরে ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন রক্তাক্ত দেহ। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকাল ১০টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পান বারাসতের নীলগঞ্জ এলাকার বাসিন্দারা। এলাকার খুদে নামের এক বাজি ব্যবসায়ীর কারখানায় এই বিস্ফোরণ হয় বলে জানা যায়। উড়ে যায় তার কারখানার বাড়ির ছাদও।