কলতাকা: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বাংলাদেশ থেকে সরে উত্তরপ্রদেশে অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা সক্রিয়৷ নিম্নচাপ অক্ষরেখা বরাবর উত্তরপ্রদেশের গয়া হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও ক্যানিংয়ের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ কারণে সোম-মঙ্গলবার রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
আরও পড়ুন- সেনা ছাউনির কাছে আকাশে চক্কর কাটল একাধিক ড্রোন, জম্মুতে সতর্কতা
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা-সহ দুই দিনাজপুর জেলায়। আলিপুর আবহওয়া দফতর জানিয়েছে, আগামিকাল মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। তবে, সোমবারের ভারী বৃষ্টিতে ধস নামতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বাড়বে নদীর জল স্তরও।
আরও পড়ুন- কুলতলিতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬ শ্রমিক
উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস৷ আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দু’এক জায়গায়। বাড়বে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তিও। তবে, মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর হাওয়া অফিসের কর্তারা।
আরও পড়ুন- ত্রিপুরায় ছেঁড়া হল তৃণমূলের ব্যানার, অভিষেকের সফরের আগেই উত্তেজনা
সুস্পষ্ট নিম্নচাপের জেরে বেশকিছু নদীতে প্লাবনের সম্ভাবনা রয়েছে। নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে আশঙ্কা বাড়ছে হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায়। কারণ, দিন দুয়েকের বৃষ্টিতে এসব জেলার বহু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷