বীরভূম: ফের বিপুল পরিমাণ বোমা উদ্ধার বীরভূমে (Birbhum)। এবার ঘটনাস্থল বীরভূমের কীর্ণাহার থানার সরডাঙ্গা গ্রাম। গ্রামের মাঠের ধার থেকে ৪০-৪২ পিস তাজা বোমা উদ্ধার করেছে কীর্ণাহার থানার পুলিশ (Kirnahar Police)। বোম স্কোয়াডকে খবর দিলে তারা এসে বোমা উদ্ধার করে (Birbhum Bomb Recovery)।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১০)
বোমা উদ্ধারের পর ইতিমধ্যেই তদন্ত নেমেছে কীর্ণাহার থানার পুলিশ। এত বিপুল পরিমাণ বোমা কোথায় থেকে এল? কারা কী উদ্দেশ্যে মজুদ করেছিল এত পরিমাণে বোমা? সবটাই তদন্ত করেছে পুলিশ। নানুর থানার থাখোরা ও ব্রাহ্মণ খন্ড দুটি গ্রামের দুটি পৃথক জায়গায় থেকেও বোমা উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত মোট চারটি যারে বোমা উদ্ধার হয়েছে। প্রায় দেড়শটি বোমা উদ্ধার করেছে নানুর থানার পুলিশ (Nanoor Police)। পাশাপাশি নানুর থানার সাওতা গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করেছে। দৃত সাওতার বাসিন্দা, নাম আকালী শেখ। দুবরাজপুরের গাঁড়া-পদুমা গ্ৰামের বাঁশঝাড় থেকে একটি সকেট বোমা সহ মোট ২৭টি তাজা বোমা উদ্ধার করছে দুবরাজপুর থানার পুলিশ (Dubrajpur Police)।
আরও পড়ুন: সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার নওশাদ সিদ্দিকী
লোকসভা নির্বাচন আসন্ন, ভোটের আগে বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উদ্ধার হচ্ছে বোমা। পাড়ুই, মারগ্রাম, দুবরাজপুর, লাভপুরের পর এবার কীর্ণাহার। বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) আগে বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনা প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে। কারণ এর আগে নির্বাচন হোক বা সাধারণ বিষয় রাজনৈতিক হানাহানিতে তপ্ত হয়েছে বীরভূম। পঞ্চায়েত ভোটের আগেও ব্যাপক বোমা উদ্ধার হয়েছিল। নির্বাচনের আগে বারবার বোমা উদ্ধারের ঘটনায় আলোড়ন পড়েছে বীরভূমে। আর কত বারুদ রয়েছে এই জেলায়? প্রশ্ন ও আতঙ্ক তাড়া করছে সাধারণ মানুষকে।
আরও খবর দেখুন