ঘাটাল: পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনার বট, অশ্বত্থ সহ বিভিন্ন গাছের তলায় এখন সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে শতাধিক কার্তিক ঠাকুর (Kartik Thakur)। হিন্দু (Hindu) মতে কার্তিক (Kartik) হল মা দুর্গার পুত্র। দুর্গা পুজোর পরেই কার্তিকের পুজো করে বাঙালি। কথিত আছে বিয়ের পর দম্পতি যদি কার্তিকের পুজো করে তাহলে পুত্র সন্তান হয়। সেই রীতি আজও বয়ে চলেছে সমাজে।
প্রচলিত প্রথা অনুযায়ী কার্তিককে যেহেতু ছেলে সন্তান রুপে পুজো করা করা হয় তাই পুজোর পর তাকে বিসর্জন করা মানে সন্তানকে জলে ফেলে দেওয়া, এমনটাই মনে করেন বহু মানুষজন। তাই কার্তিকের পুজোর পর বিসর্জন না করে তাকে কোনও গাছের নীচেই বসিয়ে রাখা হয়। এর পরেই দেখা যায় যে কার্তিক দৃষ্টিকটু ভাবে পড়ে রয়েছে।
আরও পড়ুন: উত্তরকাশীতে শ্রমিকদের উদ্ধারে আর মাত্র কয়েক ঘণ্টা?
এ বিষয়ে পুরোহিতেরা জানান কার্তিককে আহ্বান করা হয়, পরবর্তীতে বিসর্জন দেওয়া হয়। কার্তিক সন্তান রূপে পুজো হলেও বিসর্জনটা বাঞ্ছনীয় । তবে সাধারণ মানুষ সেই কথার তোয়াক্কা না করেই বিভিন্ন বটগাছ এবং রাস্তার ধারে যত্রতত্র রেখে যাচ্ছেন সন্তান রূপে পুজিত হওয়া কার্তিক কে।
আরও খবর দেখুন