বাঁকুড়া: ভোটে জিতেই রঙ বদল বিজেপি প্রার্থীর। বিজেপি (BJP) প্রতীকে জিতেই তৃণমূলে ফিরলেন । সলমার দলবদলে গ্রাম পঞ্চায়েত পেতে চলেছে তৃণমূল। ভোটের ফলপ্রকাশের কয়েক ঘণ্টা পেরতে না পেরতে জেলায় জেলায় দলবদলের হিড়িক। মঙ্গলবার থেকে শুরু হয়েছে পঞ্চায়েতের গণনা (Panchayat Result 2023), সময় যত এগিয়েছে একে একে জেলা থেকে ফলপ্রকাশে এসেছে। কেউ নির্দলে জিতে তৃণমূলে ফিরেছে তো আবার কেউ সিপিএমে জিতে ঝাঁপ দিয়েছে তৃণমূলে। জেলাজুড়ে অব্যাহত পাল্টিবাজির খেলা।
বাঁকুড়া বিষ্ণুপুর (Bankura Bishnupur) ব্লকের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সলমা মূর্মূ বিজেপির টিকিয়ে জয়ী হওয়ার পরই তৃণমূলে ফিরলেন। পঞ্চায়েত গড়তে তৃণমূলে যোগ দিয়ে শাসক দলকে বোর্ড গঠনে সাহায্য করল বিজেপি জয়ী প্রার্থী সলমা মূর্মূ । ভয় দেখিয়ে জোর করে তৃণমূলে যোগ করান হয়েছে দাবি বিজেপির। উন্নয়ন যজ্ঞে সামিল হতে বিজেপি প্রার্থী তৃণমূলে যোগ দিয়েছে দাবি তৃণমূলের।
ভোটে জিতে দল বদল। বিজেপি প্রার্থী হয়ে ভোট লড়াইয়ে সামিল হয়ে জয়ী হয়ে বিজেপির পতাকা ছেড়ে ধরলেন তৃণমূলের ঝান্ডা। বুধবার এমন ঘটনা ঘটল বাঁকুড়া বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের। মঙ্গলবার ফল প্রকাশ আর ফল প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে বুধবার সকালে বিষ্ণুপুর বিধায়ক কার্য্যালয়ে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নং আসনের বিজেপির জয়ী প্রার্থী সলমা মূর্মু তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের হাত ধরে যোগ দিলেন তৃণুমূলে। জানা গেছে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ১২ টি আসনের মধ্যে তৃণমূল ৬ টি, বিজেপি ৫ ও নির্দল পায় ১ টি আসন। এই পঞ্চায়েত ম্যাজিক ফিগার কোন রাজনৈতিক দলের না থাকায় পঞ্চায়েত হয়ে পড়ে ত্রিশঙ্কু। এবার ওই পঞ্চায়েতের ৪৯ নং আসনের বিজেপি জয়ী প্রার্থী সলমা মূর্মু যোগ দিলেন তৃণমূলে। তাতে এই পঞ্চায়েত সংখ্যা গরিষ্ঠ হল দলের, দাবি তৃণমূল বিধায়কের।
আরও পড়ুন: Malay Ghatak | কয়লা কাণ্ডে ফের তলব মলয় ঘটককে, দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ
উন্নয়নের কাজেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন বলেই বিধায়কের দাবি। তৃণমূলে যোগদানকারী বিজেপি প্রার্থীর দাবি, বিজেপি থেকে এলাকার উন্নয়ন সম্ভব নয় তাই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি নেতৃত্বের দাবি ওই আদিবাসী মহিলাকে ভয় দেখিয়ে জোর করে তৃণমূলের পতাকা ধরানো হয়েছে।