ওয়েবডেস্ক- ভারত পাকিস্তান উত্তেজনা (India Pakistan Conflict) আবহে কলকাতার আকাশে ড্রোনের (Drone Kolkata) দেখা নতুন করে রহস্য তৈরি করেছে। যদিও কোথা থেকে এই ড্রোন এসেছে, কে বা কারা পাঠিয়েছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। সেই আবহেই ফের নতুন করে রহস্য তৈরি হল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে (Gangasagar Drone) ফের দেখা গেল ড্রোন! বুধবার রাতে দিকে ঝড় বৃষ্টি হয়। তখনই আকাশে আলোকময় বস্তু ‘ড্রোন উড়তে দেখা গিয়েছে বলে সুন্দরবন পুলিশ জেলার গোয়েন্দা দফতর জানিয়েছে।
সন্ধ্যার সাতটার দিকে এগুলো প্রথমে দেখা যায়। পরের দিকে ফের দেখা মেলে রাত সাড়ে ১০টার দিকে। স্থানীয়রা এই ড্রোন দেখতে পেয়েছে বলে খবর। এই ড্রোনগুলির মধ্যে বড় আকারের তিনটি ড্রোন ছিল। ড্রোনের গতিবিধি রহস্য বাড়িতে তুলছে। ইতিমধ্যেই উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর নজরে আনা হয়েছে বিষয়টি। সুন্দরবনের (Sundarban) সমস্ত উপকূল থানাকে সতর্ক করা হয়েছ এই বিষয়ে। আকাশ ও জলপথে সন্দেহজনক কিছু দেখলে পুলিশ সুপারের অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এর আগে সোমবার রাতেই কলকাতার আকাশে দেখা মেলে রহস্যময় ড্রোনের।
আরও পড়ুন- কলকাতার আকাশে উড়ে এল ড্রোন, কী হতে পারে?
গত সোমবার রাতেই কলকাতা শহরের আকাশে একাধিক জায়গা থেকে উড়ন্ত আলোকময় বস্তু দেখা যায়। রাত ৯ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে সাতখানা এই ধরনের বস্তু দেখা গেছে। সেগুলি কী ছিল, কোথা থেকে এসেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে লালবাজার। কলকাতা পুলিশের বেশ কয়েকটি বেশ কয়েকটি থানাকে সতর্ক করেছে লালবাজার। গোয়েন্দাদের নজরদারি চলছে।
দেখুন ভিডিও-