কলকাতা: আমেরিকা,কানাডার পর এবার বাংলার দুর্গা পাড়ি দিল জার্মানির বার্লিনের পথে। আমেরিকার ক্যালিফর্নির্য়া, কানাডার অটোয়ার পর ভাস্কর দীপঙ্কর দত্তের তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে জার্মানির বার্লিনের পথে। ৬/৬ ফুট বাই ১২ ফুট উচ্চতার এই প্রতিমা দু -এক দিনেই জাহাজে রওনা দেবে বার্লিনের পথে। জার্মানির দুর্গা পুজোর উদ্যোক্তা বার্লিনের বাঙালি নামের একটি সংস্থা।
ইন্ডিয়ান আর্ট কলেজের ভাস্কার্য বিভাগের বিভাগীয় প্রধান (প্রাক্তণ) শিল্পীর শিল্প নৈপুন্য ইতিমধ্যে দেশ বিদেশে সমাদৃত। বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো। আর সুদূর প্রবাসে একদল বাঙালির আবদার ফেরাতে পারেননি শিল্পী দীপঙ্কর দত্ত। দীর্ঘ ৩ মাস ধরে দুই ছাত্রকে সঙ্গে নিয়ে তাঁর শিল্প নৈপুন্যে ফুটিয়ে তুলেছেন বাংলার সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গোৎসবের দেবী দুর্গার মূর্তি। সঙ্গে রয়েছে লক্ষ্মী,গণেশ, স্বরস্বতী, কার্তিক। ফাইবারের তৈরি প্রতিমার সঙ্গে সঙ্গে ডাকের সাজে ব্যবহার করা হয়েছে কাগজ, জরি,পাথর, সুতো, অভ্র। রয়েছে হাতে আঁকা পটচিত্র। সনাতনী সাজে মা দুর্গার অস্ত্রেও ফাইবারকে ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: তুঘলক রোডের বাংলোই ফিরে পাচ্ছেন রাহুল, দেশটাই আমার ঘর, জবাব সাংসদের
আর এই দুর্গা প্রতিমার মধ্যে দিয়েই ভাস্কর দীপঙ্কর দত্ত বার্তা দিয়েছেন, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে আমাদের বাঁচাতে হবে। তাই গাছকে বাঁচাতে হবে। প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব। এই বার্তাই শ্লিল্পীকে আরও বেশি করে উৎসাহিত করেছে প্রতিমা তৈরিতে।