বাঁকুড়া: ২০ বছর পর মহিলা সভাধিপতি পেল বাঁকুড়া জেলা পরিষদ। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বার বাঁকুড়া জেলা পরিষদ দখল নেয় তৃণমূল। বাঁকুড়া জেলা পরিষদের ৫৬ আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৫৫ আসন। বিজেপি পেয়েছে একটি আসন।
সোমবার বাঁকুড়া তৃণমূল ভবনে জেলা তৃণমূল সভাপতি সভাধিপতি ও সহ সভাধিপতির নাম ঘোষণা করেন। তৃণমূলের জয়ী ২৬ জন মহিলা সদস্যার মধ্যে কে বসবেন জেলা সভাধিপতির পদে তা নিয়ে জোর চর্চাও শুরু হয়েছিল। ২৬ জনের মধ্যে অনেকেই ছিলেন সভাধিপতির দৌড়ে। তালডাংরা থেকে নির্বাচিত তৃণমূলের অনসূয়া রায়ের নাম জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নাম ঘোষণা করেন জেলার নেতারা। আর সহ সভাধিপতি হনছাতনা থেকে নির্বাচিত পরিতোষ কিস্কু।
আরও পড়ুন: মুর্শিদাবাদে শিশু শিক্ষাকেন্দ্র থেকে উদ্ধার তাজা বোমা
এদিনই বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন নির্বাচিত জেলা পরিষদের সদস্য ও সদস্যারা। ৫৬ জন নির্বাচিত সদস্যের মধ্যে ৫৪ জন হাজির ছিলেন। প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব সামলে এবার সভাধিপতির দায়িত্ব পেয়ে খুশি নবনির্বাচিত সভাধিপতি অনসূয়া রায়। সকলকে নিয়ে বাঁকুড়া জেলার উন্নয়ন মূল লক্ষ্য থাকবে বলেই দাবি তাঁর।