বহরমপুর: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস (Congress) প্রার্থী দেওয়ার অর্থই হচ্ছে বিজেপির (BJP) হাত শক্ত করা। তাই ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। সাংবাদিক বৈঠকে তেমনটাই জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
এ বার কর্মীদের উদ্দেশ্যে জঙ্গিপুর-সামশেরগঞ্জের বিজেপিকে ঠেকানোর বার্তা দিলেন অধীর। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, শুধু ভবানীপুর নয়, মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভাতেও ভোট প্রচারে যাবেন না। ওই দুটি বিধানসভা কেন্দ্রে বিজেপির যাতে সুবিধা না হয়, সেই বার্তাই কংগ্রেস কর্মীদের দিলেন বহরমপুরের সাংসদ।
শুক্রবার বহরমপুর দলীয় কংগ্রেস কার্যালয়ে অধীর বলেন, মুর্শিদাবাদের দুটি আসনে বিজেপি গোহারা হারবে। কংগ্রেস কর্মীরা এমন কিছু না করে যাতে বিজেপির সুবিধা হয়। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী না দেওয়ার বার্তা মুর্শিদাবাদের দুটি বিধানসভায় কংগ্রেস কর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন অধীর।
আরও পড়ুন: ফের ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক, বুধবার আগরতলায় প্রতিবাদ মিছিল তৃণমূলের
অধীর জানিয়েছেন, ওই দুটি বিধানসভার মধ্যে সামশেরগঞ্জ বিধানসভায় কংগ্রেস প্রার্থী না থাকায় তিনি মনোক্ষুন্ন হয়েছেন। তাছাড়া সংযুক্ত মোর্চার প্রার্থীরা তাঁকে ভোট প্রচারে আমন্ত্রণ জানাননি। সে কারণেই তিনি মুর্শিদাবাদের ওই দুটি বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে যাবেন না।
৩০ সেপ্টেম্বর ভোট গ্রহণ ভবানীপুর, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর। ১৬ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৩ অক্টোবর তিন কেন্দ্রের ভোট গণনার ফলপ্রকাশ।