কলকাতা: আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস (Adenovirus)। হাসপাতালে মৃত শিশুর হাহাকারের মাঝেই বি সি রায় (Dr. B C Roy Post Graduate Institute of Paediatric Sciences) হাসপাতালে ফের প্রাণ হারালো আড়াই মাসের শিশু। জানা যায় বারাসাতের (barasat) ওই শিশুকন্যা জ্বর-সর্দি-কাশির উপসর্গ নিয়ে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। শনিবার তার অবস্থার অবনতি হওয়ায় বি সি রায় হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাকে ভেন্টিলেশনে রাখা হলে বৃহস্পতিবার রাট ১টা নাগাদ মৃত্যু হয়। এর আগে গত ২৪ ঘন্টায় কলকাতা মেডিক্যাল কলেজ এবং বিসি রায় হাসপাতাল ৪ জন শিশু প্রাণ হারায়। এই নিয়ে গত দু’মাসে অ্যাডিনোভাইরাসের জেরে মোট ৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গতকালই রাজ্যের তরফে একটি বিবৃত দিয়ে জানানো হয়েছে ভাইরাল সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সংক্রমণ ক্রমশ কমছে রাজ্যে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। ওই বৃবিরতি অনুযায়ী, সরকারি হাসপাতালে গত ১ মাসে অ্যাডিনোভাইরাসের জেরে মৃত্যু হয়েছে ১২ জনের। যার মধ্যে ৮ জনের কোমর্বিডিটি ছিল। অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় রয়েছেন ৬০০ শিশুরোগ বিশেষজ্ঞ। তৈরি রয়েছে ২৫০০ এসএনসিইউ, ৬৫৪টি পেডিয়াট্রিক আইসিইউ, ১২০টি পিকু।
আরও পড়ুন: Election Result 2023: সাগরদিঘিতে শুরু ভোট গণনা, বঙ্গবাসীর চোখ মেঘালয়ের দিকে
প্রসঙ্গত, গতকাল বি সি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যও। সেখানে গিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা। হাসপাতাল সূত্রের খবর, বুধবার স্বাস্থ্যসচিবের পরিদর্শনের পর বি সি রায় শিশু হাসপাতালে বেডের সংখ্যা পর্যায়ক্রমিক ভাবে আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।