কলকাতা: যাদবপুর-কাণ্ডের (Jadavpur University Incident) প্রতিবাদে শুক্রবার শহরে জোড়া মিছিল গেরুয়া শিবিরের। প্রথমে এবিভিপির (ABVP) মিছিল। এবিভিপির সমর্থক ও পুলিশের মধ্যে যাদবপুর থানার সামনে ধুন্ধুমার বাধে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতিতে জড়ালেন এবিভিপি সমর্থকরা। সমর্থকদের আটকও করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে যাদবপুর থানা চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়।
এদিন এবিভিপি শান্তিপূর্ণ ভাবে মিছিল শুরু হয় গোলপার্ক থেকে। মিছিলের শুরুতে পথ আটকায় পুলিশ। এরপরই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন। তখনই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
অন্যদিকে যাদবপুর বাঁচাও স্লোগান তুলে পথে নেমেছিল বিজেপির যুব মোর্চা। গোলপার্ক থেকে এইট বি পর্যন্ত মিছিলের ডাক দেয় যুব মোর্চা। বিশ্ববিদ্যালয়কে র্যাগিং-মুক্ত ও মাদক-মুক্ত করার দাবিতে এই মিছিলে শামিল হয়েছিলেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্বও। মিছিলে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পল, তরুণজ্যোতি তিওয়ারি-সহ আরও অনেক বিজেপি নেতা।
আরও পড়ুন: কলেজের টিচার্স রুমে শৌচালয়ে সিসিটিভি বসানোর প্রতিবাদে সরব শিক্ষক-শিক্ষিকারা
আদালতের অনুমতি নিয়ে এই মিছিল করছে বিজেপি যুব মোর্চা৷ এদিনের র্যাগিং-বিরোধী এই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু জানান, যাদবপুরের ক্যাম্পাস দখলের কোনও ইচ্ছা বিজেপির নেই। ক্যাম্পাসের ভিতরে ঢুকব না। আমরা রাষ্ট্রবাদের পক্ষে। আমরা কোর্টের অনুমতি নিয়েই মিছিল করছি। দায়িত্ব পুলিশ প্রশাসনের। মিছিল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে পুলিশের উপস্থিতি যথেষ্ট লক্ষণীয়।