ওয়েব ডেস্ক: আজ মঙ্গলবার দুই সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। প্রথমে বারাসাত সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তারপরে তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সাংগঠনিক ব্লক ভিত্তিক পরিবর্তনের আগে জেলা নেতৃত্বের সঙ্গে এই বৈঠক। আগামী বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করেই আজ প্রস্তুতি বৈঠক সারবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগেও অন্যান্য জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠক থেকে সকলকে একসঙ্গে চলার বার্তাও দিয়েছিলেন তিনি। তবে আজকের বৈঠক থেকে দুই দলের নেতৃত্বকে তিনি কী নির্দেশ দেন সেইদিকেই নজর রয়েছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী বৈঠকে যোগ দিতে প্রবেশ করেছেন। প্রথমে বারাসাত সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে। বেশকিছু সাংগঠনিক ব্লক ভিত্তিক পরিবর্তন করা হবে। জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী। উপস্থিত রয়েছেন জোতিপ্রিয় মল্লিক, কাকলী ঘোষ দস্তিদার। ২৬ এর আগে জেলাস্তরের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ঘনীভূত নিম্নচাপ, দিনভর বৃষ্টির পূর্বাভাস বাংলার বিভিন্ন জেলায়
বারাসাতের বৈঠক শেষ করে তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তৃণমূলের অত্যন্ত পছন্দের এই জেলা। কারণ এর মধ্যেই যার মধ্যেই পড়ে নন্দীগ্রাম বিধানসভা। যা দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেসের। তাঁদের বাড়তি আগ্রহের কারণ এই বিধানসভাতেই বিরোধী দলনেতার পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তৃণমূলের শক্তি বৃদ্ধি করতে এই জেলায় বেশকিছু রদবদল হয়েছে। তমলুক জেলার সভাপতি পদেও পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি, উত্তর ২৪ পরগণার বারাসাত সাংগঠনিক জেলায় তৃণমূলের ভাল শক্তি রয়েছে। তবে বেশকিছু জায়গায় মতুয়া সম্প্রদায়ের বাস থাকায়, সেখানে তৃণমূলের শক্তি বাড়াতে চাইছে তৃণমূল।
অন্যদিকে, আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশকিছু কর্মসূচি ঘোষণা করা হবে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ যাতে বাস্তব রূপ পায়, সঠিকভাবে কাজকর্ম হয় সেই নির্দেশও দেবেন তাঁরা। ভিন রাজ্যে বাংলা ভাষার আক্রমনের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘ভাষা আন্দোলন’ যেন প্রতি ওয়ার্ড ও ব্লকে শনি ও রবিবার পালিত হয় তা নিয়েও বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আসন্ন বিধানসভা ভোট ও SIR আবহে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।
দেখুন অন্য খবর