লালবাগ: ‘তৃণমূলের জনসংযোগ কর্মসূচি’ ঘিরে বিপুল উন্মাদনা দেখা দিল নবাবের শহর লালবাগে।শনিবারে লালবাগের কাটরা মসজিদে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রবেশ করতেই বাঁধভাঙা উচ্চাস শুরু হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখতে রাস্তার দু’ধারে লক্ষ করা যায় উপচে পড়া হাজার হাজার কর্মী-সমর্থকদের ভিড়। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকলেও ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল প্রশাসন। সমর্থকদের উদ্দেশে কখনও গাড়ির ভিতর থেকে, কখনও গাড়ির ছাদে বসে, আবার কখনও গাড়ির ছাদে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়। এদিনই লালবাগের মসজিতে দাঁড়িয়ে বক্তব্য রাখার এবং ছোট নবাবের সঙ্গে দেখা করার কথা ছিল অভিষেকের। কিন্তু জনজোয়ারে অভিষেকের কাছে পৌঁছাতেই পারলেন না ছোটে নবাব। তবে তাঁর দিকে তাকিয়ে অভিষেক হাত নারিয়েছেন বলে খুশি তিনি।
এদিন বেলা সাড়ে ১১টার পরিবর্তে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ লালবাগের কাটরা মসজিদ পৌঁছান অভিষেক। দুদিকে তখন হাজার হাজার কর্মী-সমর্থক অপেক্ষা করছেন। এর আগে গতকাল মুর্শিদাবাদেও দেখা গিয়েছিল একই দৃশ্য। বেলা চারটা নাগাদ ফরাক্কা থেকে সামশেরগঞ্জে প্রবেশ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার কর্মী সমর্থক। গাড়ির উপরে উঠে তৃণমূল কর্মী সমর্থকদের হাত নেড়ে অভিবাদন জানান অভিষেক।এরপর সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে সোজা চলে যান লালগোলায়।
আরও পড়ুন: Murshidabad | Abhishek Banerjee | ভিড়ের চাপে অভিষেকের কাছে পৌঁছতে পারলেন না লালবাগের ছোট নবাব
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল থেকে তৃণমূলের জনসংযোগ কর্মসূচিতে বিভিন্ন জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দশমতম দিনে মালদা জেলায় ছিলেন তিনি। সকালেই মানিকচক এলাকায় একটি জনসভা করেন তিনি। এরপর সেখান থেকে কালিয়াচকে মোথাবাড়ি চৌমাথা মোড়ে একটি জনসভা করেন। সেই যাত্রা পথে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। এরপর আসেন সামশেরগঞ্জে। তারপর আজ লালবাগে।