কলকাতা: জনপ্রিয় ধারাবাহিক ‘আলোর ঠিকানা’ (Alor Thikana) গল্পে এবার নতুন মোচড়। দেবাদৃতা বসু এবং জন অভিনীত এই ধারাবাহিক সম্প্রতি ৩০০ পর্ব পার করে ফেলেছে। ধারাবাহিকে দেবরাজের প্ল্যান অনুযায়ী, আলোকে কিডন্যাপ করে একটি গোডাউনে বন্দী করে রাখা হয়। গুন্ডারা আলোর উপর অ্যাটাক করলে আদিত্য এসে ওকে বাঁচায়। গুন্ডারা পালিয়ে যায়। এবার এই আদিত্য চরিত্রটিকে নিয়েই তৈরি হবে ধারাবাহিকের গল্প।
আদিত্যর চরিত্রে এবার থেকে অভিনয় করতে দেখা যাবে সন্দীপকে। সন্দীপ টেলিভিশন দুনিয়ায় পরিচিত মুখ। মাধবীলতা’ সিরিয়ালে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি সন্দীপ একজন একজন নামকরা কোরিওগ্রাফারও। ‘কবীর’, ‘বলো দুগ্গা মাই কী জয়’ এরকম বেশ কয়েকটি ছবির কোরিওগ্রাফি সন্দীপই করেছেন। পপুলার বেশ কয়েকটি রিয়্যালিটি শো-এর করিওগ্রাফিও করেছেন তিনি। এবার সেই সন্দীপকে দেখা যাবে সান বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘আলোর ঠিকানা’য়। কিন্তু কেমন হবে তাঁর চরিত্র? সেসব ধীরে ধীরে জানা যাবে।
আরও পড়ুন:Afran Nisho | Bangladesh Actor | Tollywood | এবার কি টলিউডের দেখা যাবে আফরান নিশোকে!
ধারাবাহিকের গল্প অনুযায়ী। আলো আর অভির সম্পর্ক ভাল হলেও ওদের মধ্যে সারাক্ষণ ঝড় তোলার চেষ্টা করে দেবরাজ-চারুরা। এবার গল্পের অন্যদিকে দেখা যাবে অভি আলোকে খুঁজতে খুঁজতে গোডাউনে আসে। তারপর আলোকে নিয়ে বাড়ি ফেরে। ওদিকে বাড়িতে আলোর ছবি বাঁধিয়ে, সেই ছবিতে মালা পরানোর জন্য তৈরি দেবরাজরা। আলোকে জীবিত অবস্থায় বাড়ি ফিরতে দেখে চোখ কপালে ওঠে ওদের। আবার কীভাবে আলোকে শায়েস্তা করা যায়, তার প্ল্যান করতে থাকে দেবরাজ। উকিলকে ডেকে আলো আর অভির ডিভোর্সের ফাইলটা আবার খুলতে বলে এবং অভিকে জানিয়ে দেয়, আলোর সঙ্গে আর একসাথে থাকা যাবে না। এই কারণেই অভি ডিভোর্সের কেসটা উইথড্র করে এবং আলোকে পুনরায় বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু আলোকে বরণ করে ঘরে বিয়ে যাওয়ার জন্য কাউকে পায় না। অভি ঠিক করে, ও নিজেই আলোকে বরণ করে ঘরে ঢোকাবে। সেই সময় সাবিত্রী, বাড়ির বড় বউ এসে আলোকে বরণ করে। সাবিত্রীর দেখাদেখি বাড়ির বাকি বউয়েরাও ওর পাশে এসে দাঁড়ায়।
আলোর জীবন এবার কী হবে? এই আদিত্য আলোর জীবনে কীভাবে ছাপ ফেলবে তা দেখতে হলে চোখ রাখতে এই ধারাবাহিকের পরবর্তী এপিসোডে।