বাঁকুড়া: এক বিজেপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যুর (BJP Leader Death) ঘটনাকে ঘিরে রাজনৈতিক জলঘোলা শুরু হল বাঁকুড়ার (Bankura) সোনামুখী (Sonamukhi) এলাকায়। মৃতা বিজেপি নেত্রীকে পদের লোভ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ ও শেষমেশ তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল বিজেপিরই (BJP) এক নেতার বিরুদ্ধে। নেত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর অভিযুক্ত নেতার কঠোর শাস্তির দাবীতে সরব হয়েছে মৃতার পরিবার।
লোকসভার নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির। বাঁকুড়ার সোনামুখী পুরসভায় বিজেপির পরিচিত মুখ ছিলেন মৃতা। দলের মহিলা মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। ২০২২ সালে সোনামুখী পুরসভা নির্বাচনে দল তাঁকে একটি ওয়ার্ডে প্রার্থীও করে।
আরও পড়ুন: পাহাড়ের মানুষের সঙ্গে বিজেপি অন্যায় করেছে: হামরো পার্টি
গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় নিজের ঘরেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই নেত্রী। এরপরই নেত্রীর পরিবারের তরফে অভিযোগ বিজেপির এক জেলা নেতা প্রথমে পদের লোভ দেখিয়ে ওই নেত্রীকে ধর্ষণ করেছিলেন। তারপর নগ্ন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিনের পর দিন তাঁকে ধর্ষণ করে গেছেন বিজেপির ওই জেলা নেতা। বিষয়টি নিয়ে নেত্রী সোনামুখী থানায় লিখিত অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু তারপরও পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে নেত্রীকে।
আরও খবর দেখুন