বনগাঁ: ফের তৃণমূলে যোগ বিজেপির এক পঞ্চায়েত সদস্যের। উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের পঞ্চায়েত নির্বাচনে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতে ৩০টির মধ্যে ২১টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। সেখানে ৬টিতে বিজেপি, সিপিএম ২টি ও নির্দল ১টি করে আসনে জয়লাভ করে। বুধবার রাতে তৃণমূলের জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিজেপির জয়ী প্রার্থী দীপা রায়। দীপা গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচবেড়িয়া গ্রামের থেকে বিজেপির হয়ে জিতেছিলেন।
এই বিষয়ে সদ্য তৃণমূলে যোগদানকারী দিপা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ও আদর্শ ভালো লাগে। মানুষের কাজ করার জন্য তৃণমূলে যোগদান করেছি। এই নিয়ে তৃণমূলে জেলা সভাপতি বিশ্বজিৎ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এবং মানুষের কাজ করার জন্য তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। স্বচ্ছ ভাবমূর্তি দেখেই তাঁকে দলে নেওয়া হয়েছে। এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, গুলি, মেশিন, বোমা হল তৃণমূলের উন্নয়ন। এই উন্নয়নের আতঙ্কেই এরা তৃণমূলে যোগ দিচ্ছে।
আরও পড়ুন: কর্নাটকের পর মুম্বইয়ে বোরখা পরে কলেজে ঢুকতে বাধা ছাত্রীদের, শুরু বিক্ষোভ