কলকাতা: দিল্লিতে সংসদীয় কাজকর্ম সামলে ফের নতুন করে সংগঠনে নজর দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক কেন্দ্রের সঙ্গে উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকে করেন তিনি।
মঙ্গলবারের বৈঠক থেকে তমলুক জেলা নেতৃত্বকে বিশেষ বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, দলের ভেতরে থেকে যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে তাদের চিহ্নিত করতে হবে। তাদের সঙ্গে দূরত্ব রাখতে হবে। দুর্নীতির সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিকে রেয়াদ করা যাবে না। পাশাপাশি তিনি বলেন, নন্দীগ্রাম নিয়ে আলাদা করে বসবেন তিনি । নন্দীগ্রামে অঞ্চল কমিটি তৈরি হবে। তারপর ব্লক কমিটি তৈরি হবে নেতা কর্মীদের মতামত নিয়ে। নিচুতলা থেকে সংগঠন সাজানো হবে । এমনটাই বৈঠকে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: বেহালার জেমস লং সরণীতে দুর্ঘটনা, হাই স্পিড, পাল্টি খেল গাড়ি
২০২১-র বিধানসভা ভোটে তমলুকে তৃণমূল ও বিজেপি শিবিরে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ২০২৪-এ তমলুক লোকসভা আসনটি জেতে বিজেপি। এরমধ্যে বিধানসভায় বেশ কিছু কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। বাকিগুলির মধ্যে একাধিক বিধানসভা কেন্দ্র নিয়ে নানা ইস্যুতে দলীয় নেতা-কর্মীদের অভিযোগ, দাবিদাওয়া সামনে এসেছিল। স্বভাবতই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে নিজের দলকে চাঙ্গা করতে অভিষেকের বার্তা।
দেখুন খবর: