পাঁশকুড়া: পাঁশকুড়ার (Panskura) গোঁসাইবেড় এলাকায় শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ঘটনার সূত্রপাত সামান্য এক চিপসের প্যাকেটকে (Chips Packet) ঘিরে। জানা গিয়েছে, কৃষ্ণেন্দু দাস নামে এক নাবালকের বিরুদ্ধে একটি চিপসের প্যাকেট চুরির অপবাদ দেয় স্থানীয় এক দোকানদার। যিনি পেশায় একজন সিভিক ভলান্টিয়ারও (Civic Volunteer)। ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ওই নাবালককে মারধরের অভিযোগও ওঠে। এই ভয়ঙ্কর অপবাদ সহ্য করতে না পেরে অভিমানে কীটনাশক খায় ওই নাবালক। গতকালই তমলুক হাসপাতালে (Tamluk Hospital) মৃত্যু হয় ওই তার। সপ্তম শ্রেণির ওই পড়ুয়া পাঁশকুড়ার গোঁসাইবেড় বাজারের বাসিন্দা।
জানা গিয়েছে, কৃষ্ণেন্দু রবিবার স্থানীয় বাজারে চিপস (Chips) কিনতে বেরিয়েছিল। কৃষ্ণেন্দুর পরিবারের তরফে দাবি করা হয়েছে, যে দোকানে সে চিপস কিনতে গিয়েছিল সেই দোকানে চিপস ছিল না। দোকানদারকে বহুবার ডাকা সত্ত্বেও সাড়া পায়নি সে। এরপর দোকানের বাইরে একটি চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে তা কুড়িয়ে নেয় সে। ওই দোকানের মালিক তথা পেশায় সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) শুভঙ্কর দীক্ষিত মোটরবাইক নিয়ে নাবালকের পিছু নেন। অভিযোগ উঠেছে, কৃষ্ণেন্দুকে রাস্তায় ধরে তাকে চুরির অপবাদ দেয়। এমনকী বাজার এলাকায় কান ধরে ওঠবোস এবং মারধর করে বলেও অভিযোগ।
আরও পড়ুন: পঞ্চায়েত-পুরসভায় লাগামছাড়া ট্যাক্স! কড়া নির্দেশ নবান্নর
কৃষ্ণেন্দুর বাবা-মা জানিয়েছেন, চোর অপবাদ শুনে কৃষ্ণেন্দু চিপসের টাকা দেয় ওই সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer)। তবুও মারধর থামে না। তারপরই ঘটনাস্থলে পৌঁছন তার মা। ছেলেকে শাসন করে বাড়ি নিয়ে যান তিনি। এরপরই নাবালককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। তার ঘর থেকে একটি সুইসাইড নোটও মেলে। যাতে লেখা ছিল “মা আমি বলে যাচ্ছি যে আমি কুড়কুড়েটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম। চুরি করিনি।”এরপর দ্রুত তাকে উদ্ধার করে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। গতকাল সকালে মৃত্যু হয় কৃষ্ণেন্দুর।
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ওই সিভিক ভলান্টিয়ারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তার বাড়ি ভাঙচুরও করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ, কমব্যাট ফোর্স ও র্যাফ। পরবর্তীতে পুলিশের সঙ্গে এলাকাবাসী বচসায় জড়িয়ে পড়লে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের উপর। পুলিশের লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয় বিক্ষোভকারীরা। তাদের কাছ থেকে শিশুটির মৃতদেহ তুলে নিয়ে পুলিশ তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেয়। এই মুহূর্তে থমথমে হয়ে আছে গোটা এলাকা।
দেখুন অন্য খবর