মেদিনীপুর: শিশুর রহস্যমৃত্যুতে বেনারডিহি। শনিবার কাঁসাই নদী (Kangsabati River) সংলগ্ন একটি মাঠের গর্ত থেকে নিখোঁজ বালকের দেহ উদ্ধার হয়। মৃত বালকের নাম ইসলাম মন্ডল। খুনের অভিযোগে ক্ষোভে আগুনে ফুঁসছে গোটা গ্রাম।
গত ২৬ জুলাই বৃহস্পতিবার থেকে পশ্চিম মেদিনীপুরের (Medinipur) কোতোয়ালি থানার অন্তর্গত বেনারডিহি গ্রামের আট বছরের বালক নিখোঁজ ছিল। ইসলাম মন্ডল নামে ওই বালকের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। বহু খুঁজেও তাকে পায়নি পরিবার। মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগও জানায় তারা। শনিবার দুপুরে গ্রামের প্রান্তে নদীর পাড়ে একটি ঝোপের ভেতরে পচা দেহ উদ্ধার হয় তার। তাকে খুন করা হয়েছে এমন অভিযোগ ওঠে। গ্রামবাসীদের সন্দেহ হয় বকুল গায়েন নামে এক ব্যাক্তিকে৷ যিনি দেহ উদ্ধারের পর থেকে নিখোঁজ ছিলেন৷ উত্তেজিত একদল গ্রামবাসী তাঁর বাড়িতে আগুন লাগায়৷ সামাল দিতে ছুটে যায় পুলিশ৷
আরও পড়ুন: Murshidabad | ডোমকলে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ
২৬ শে জুলাই সকাল থেকেই নিখোঁজ ছিল ইসলাম মন্ডল নামে ওই বালক। ইসলাম মন্ডলের বাবা সাহিদুল মন্ডল এর দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান ইসলাম। আগের স্ত্রীর পক্ষের পরিবারের সঙ্গে নতুন পক্ষের পরিবারের গন্ডগোল ছিল আগে থেকেই। এই আবহে শনিবার নিখোঁজ ইসলামের দেহ উদ্ধার হওয়ার পর গ্রামবাসীদের জোরালো দাবি উঠে তাকে খুন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। পুলিশ মৃতদেহ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় শিশুর সৎ দাদাকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছিল। এই ঘটনার মাঝে খুনের জন্য সন্দেহ করা হয় বকুল গায়েন নামে এক প্রতিবেশী যুবককে৷ ঘটনার পর থেকেই যে ফেরার ছিলেন৷ উত্তেজিত গ্রামবাসীদের একটা অংশ সন্দেহ করে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয়৷ পরিস্থিতি সামাল দিতে মোতায়েন থাকতে হয় বিশাল পুলিশ বাহিনীকে৷ তবে এলাকাতে পরিস্থিতি নিয়ন্ত্রন রয়েছে।