নদিয়া: নেপালে (Nepal) আয়োজিত ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে সোনার পদক জিতে নিলেন শান্তিপুরের (Shantipur) ৬১ বছর বয়সি স্বপন প্রামাণিক। আন্তর্জাতিক স্তরে তাঁর এই সাফল্যে উচ্ছ্বাস ও গর্বে ভাসছে শান্তিপুর। দীর্ঘদিন ধরে যোগাভ্যাসের সঙ্গে যুক্ত স্বপনবাবু নিয়মিত প্রশিক্ষণ ও অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন বলে জানান তাঁর সহকর্মীরা (District News)।
শুধু স্বপন প্রামাণিকই নন, তাঁর সঙ্গে শান্তিপুরের আরও ১২ জন যোগা প্রতিযোগী বিভিন্ন বয়স বিভাগে অংশ নিয়ে উৎকৃষ্ট ফল করেছেন। কেউ রৌপ্য, কেউ ব্রোঞ্জ—সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে শান্তিপুরের নাম উজ্জ্বল করেছেন এঁরা।
আরও পড়ুন: নদীয়ায় অনুষ্ঠিত হল রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ
স্বপন প্রামাণিক বলেন, “এই সাফল্য শুধু আমার নয়, শান্তিপুরের প্রত্যেক যোগা অনুরাগীর। নিয়মিত অনুশীলন আর মানসিক শৃঙ্খলাই সাফল্যের মূলমন্ত্র।”
শান্তিপুরের ক্রীড়া মহল এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। ভবিষ্যতে আরও তরুণ-তরুণীকে যোগায় উৎসাহিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
দেখুন আরও খবর: