কলকাতা: করোনা আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে ৫০ হাজার করে টাকা দেবে রাজ্য সরকার৷ এ বিষয়ে গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার নোটিফিকেশন জারি করে কলকাতা পুরসভা ও সমস্ত জেলা প্রশাসনকে জানানো হয়েছে৷ কেন্দ্র-রাজ্য উভয় সরকারের দুর্যোগ ত্রাণ তহবিল থেকে এই আর্থিক সাহায্য করা হবে৷ এ কারণে উভয় সরকারের দুই দফতরের তরফে কমিটিও তৈরি করা হয়েছে৷ সেই কমিটিই আবেদন খতিয়ে শীঘ্রই আর্থিক সাহায্য করা হবে৷
দিন পনেরো আগেই করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেয় সুপ্রিম কোর্ট। এবিষয়ে সুপ্রিম কোর্ট জানায়, অন্যান্য যে সব জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, তার থেকে ক্ষতিপূরণের করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান কর্মসূচি আলাদা।
গত ৪ অক্টোবরের শুনানিতে শীর্ষ আদালত জানায়, আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে। সেই অর্থ রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে দিতে হবে৷
আরও পড়ুন-বিনিয়োগ টানতে চলতি মাসেই মুম্বই যেতে পারেন মুখ্যমন্ত্রী
গত ৩০ জুন কেন্দ্রীয় সরকার আদালতে জানিয়ে ছিল করোনায় মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা সম্ভব নয়। তা করতে হলে করোনা বিপর্যয় মোকাবিলা তহবিল খালি হয়ে যাবে। যদিও আদালত জানায়, করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে।
এই আর্থিক সাহায্য পেতে ফর্ম পূরণ করতে হবে৷ দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য৷ মৃত্যু শংসাপত্র৷ অবশ্যই করোনায় মৃত্যুর তথ্যও দিতে হবে৷ আবেদনের ৩০ দিনের মধ্যে মৃতের পরিবারের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর আবেদন বাতিল হলে ৩০ দিনের মধ্যে জানতে পারবেন আবেদনকারী৷