বোলপুর: ফের কংগ্রেসে ভাঙন। বোলপুর ব্লকের রূপপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী সোফিয়া বিবি সহ ৫০টি কংগ্রেস পরিবার যোগদান করল তৃণমূলে। সোমবার রূপপুর গ্রামে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত ধরে তৃণমূলে যোগদান করে ওই কংগ্রেস পরিবারগুলি। ভোটের আগে অনুব্রতহীন বীরভূমে সংগঠনকে আরও চাঙ্গা করল তৃণমূল।
আর মাত্র কয়েকটা দিন বাকি রাজ্যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন। এই অবস্থায় বীরভূম এখন তপ্ত। অনুব্রত মণ্ডলের গড় বোলপুরে এবার কংগ্রেসে ভাঙন। কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সফিয়া বিবি সহ মোট ৫০টি পরিবার তৃণমূলের যোগদান করল। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে খুব স্বাভাবিকভাবেই বিপাকে জেলা কংগ্রেস নেতৃত্ব। যদিও এই যোগদানের ব্য়পারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কংগ্রেসের তরফে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | অভিষেকের সিদ্ধান্তই চূড়ান্ত, দলবিরোধী কাজের জন্য বহিষ্কার ২১
এদিনই আইএসএফ (ISF) থেকে তৃণমূলে (TMC) যোগ দিলেন ৬ আইএসএফ প্রার্থী। ওই প্রার্থীরা ছাড়াও তাঁদের সঙ্গে প্রায় শতাধিক অনুগামীও দলবদল করেন। চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধাড়ার হাত ধরে এই দলবদল হয় বলে দাবি শাসকদলের। কৃষ্ণপুর অঞ্চল কার্যালয়ে ওই কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। রবিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-২ ব্লকের কৃষ্ণপুর এই ভোলবদলের ছবি দেখা যায়। স্বাভাবিকভাবেই রাজ্যের একাধিক এলাকায় বিরোধী শিবিরে ভাঙনকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলের এই যোগদান বেশ প্রবাব পড়তে পারে ফলাফলে। যদিও তার জন্য অপেক্ষা করতে হবে ১১ জুলাই পর্যন্ত।