কাটোয়া: কাটোয়ার (Katwa) রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের (Bomb Blust) ঘটনায় এখনও পুলিশি তদন্ত অব্যাহত। গত ৪৮ ঘণ্টায় ৬ জনকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ (Katwa Police Station)। শনিবার সকালেই মূল অভিযুক্ত তুফান চৌধুরীকে গ্রেফতার করা হয়। এরপর এদিন সন্ধ্যায় রাজুয়া গ্রাম থেকে তিনজন, ফুলবাগান মোড় থেকে একজন এবং কেতুগ্রামের কাঁচরা গ্রাম থেকে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। আজ রবিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে (Katwa Subdivisional Court) পেশ করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন তুফান চৌধুরী (মূল অভিযুক্ত), জুমাত শেখ, হাসু শেখ, পিনু শেখ, নজরুল শেখ, জামির শেখ। তারা কেতুগ্রাম, রাজুয়ার স্কুলপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: গুনধর ছেলে ইট দিয়ে থেঁতলে খুন করল মাকে
আজ রবিবার মোট পাঁচ অভিযুক্তকে কাটোয়া স্পেশাল কোর্টে তোলা হবে। তাদের কাটোয়া কোর্টে নিয়ে আসা হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনায় আরও কারা জড়িত এবং কী কারণে বোমা তৈরি বা মজুত করা হচ্ছিল, সেই বিষয়টি স্পষ্ট করতে কাটোয়া থানার পুলিশ তাদের হেফাজতে নেবে। এই ঘটনায় এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ দ্রুত তদন্ত শেষ করে ঘটনার নেপথ্যে থাকা আসল কারণ জানতে চাইছে।
দেখুন অন্য খবর