মুর্শিদাবাদ: বেলডাঙায় (Beldanga) সাম্প্রতিক অশান্তির ঘটনায় পুলিশি ধরপাকড় অব্যাহত। মঙ্গলবার নতুন করে আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Beldanga arrest)। এই নিয়ে ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩০ জন ধৃত।
পুলিশ সূত্রে জানা গেছে, অশান্তি ও আইনশৃঙ্খলা ভাঙার ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে আর কারা রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
আরও পড়ুন: বাসন্তী শাড়ি নাকি সোয়েটার? সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
এলাকায় যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায়, সেই কারণে বেলডাঙা ও সংলগ্ন এলাকায় পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে জেলা প্রশাসন।