ওয়েব ডেস্ক: প্রবল ঝড় বৃষ্টিতে তছনছ উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক জেলা। হাওয়া অফিসের তরফে আগেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির (Heavy Rainfall) সতর্কতা জারি করা হয়েছিল। ঠিক সেইমতো বুধবার থেকেই সেখানকার বেশকিছু জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তীব্র বৃষ্টিপাত ও বজ্রাঘাতের জেরে কমপক্ষে ৪৫ জনের প্রানহানির ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে (Uttarpradesh)। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার (Monday) পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে সেখানে।
যোগী প্রশাসন আগামী ২৪ ঘন্টা পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসনকে (Local Administration)। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের (Compensation) নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে ক্ষতিপূরণের (Compensation) নির্দেশ দেওয়া হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, পাঞ্জাবের (Punjab) উপর একটি ঘূর্ণাবর্তের জেরেই ঘণ্টায় ৬০-১০০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায়।
আরও খবর:পাকিস্তানে আটক ভারতীয় জওয়ান ফিরলেন রিষড়ার বাড়িতে
আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। যোগী প্রশাসন সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মোট ১৮টি জেলায় (18 Districts) মৃত্যুর ঘটনা ঘটেছে। রেহাই পায়নি একাধিক সম্পত্তিও। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৫। প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা (Financial Assistance) দেওয়ার ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, প্রবল ঝড়বৃষ্টির জেরে ঝাঁসি জেলার সিংহার গ্রামে বহু তোতাপাখির মৃত্যুর খবর মিলেছে। স্থানীয়রা জানান, মন্দিরের কাছে একটি বড় গাছে অসংখ্য তোতাপাখির বাস ছিল। আচমকাই ঝড়ের দাপটে গাছটির ডালপালা ভেঙে গিয়ে অনেক তোতাপাখির মৃত্যু হয়। জেলা বনকর্তা জেবি শিন্ডের কথায়, গাছে থাকা মোট ৭০টি তোতাপাখির মৃত্যু হয়েছে। তা বাদেও, আহত আরও ৩০টি পাখির চিকিৎসা চলছে।
দেখুন অন্য খবর