বহরমপুর: নওদা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস (Congress) এবং আরএসপির (RSP) তিন বিজয়ী প্রার্থীর গোপন জবানবন্দি (১৬৪) নিতে বহরমপুর আদালতে তোলা হল। মঙ্গলবার বহরমপুর ফাস্ট ট্র্যাক কোর্টে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বানিরুল মালিত্যা, আব্দুর রব নামে দুই কংগ্রেসের বিজয়ী প্রার্থী এবং আরএসপির বিজয়ী প্রার্থী কাবারুল শেখকে বহরমপুর আদালতে হাজির করিয়েছিল পুলিশ। অভিযোগ, ওই তিনজন প্রার্থীকে বহরমপুরের একটি হোটেল থেকে গত কয়েকদিন আগে অপহরণ করা হয়। যদিও তার আগে ওই তিন প্রার্থী সহ আরও ১০ জন বিরোধী দলের প্রার্থী নিরাপত্তা চেয়ে হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন। তারপরে ওই অপহরণের ঘটনায় কংগ্রেস জেলায় আন্দোলন শুরু করে।
সোমবার হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দেয়, চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ওই তিন বিজয়ী প্রার্থীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে পুলিশকে। মঙ্গলবার পুলিশ ওই তিন প্রার্থীকে বহরমপুর আদালতে তোলে। উল্লেখ্য, তিনদিন আগেই ওই তিন প্রার্থী নওদায় তৃণমূলে (TMC) যোগদান করেন। নওদা ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখের হাত ধরে ওই তিন প্রার্থী তৃণমূলে যোগ দেন। সোমবার ওই তিন নওদায় বলেন, স্বেচ্ছায় তাঁরা তৃণমুলে যোগ দিয়েছেন। তাঁদের কেউ ভয় দেখায়নি। মঙ্গলবার সেই তিন প্রার্থী আদালতে গোপন জবানবন্দি দিলেন।
আরও পড়ুন: ভাঙড়ে পরাজিত প্রার্থীকে বোর্ড গঠনের বৈঠকে ডাকা ভুল, স্বীকার রাজ্যের
অন্যদিকে নওদার কংগ্রেস নেতা তথা প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন বলেন, আদালতের কাছে তৃণমূল একটা বড় শিক্ষা পেল। সত্য কোনও দিন চাপা থাকে না। ওই তিন প্রার্থী জবানবন্দিতে অপহরণ করার কথা জানিয়েছেন আদালতকে। আগামী দিনে ওই তিন প্রার্থী বোর্ড গঠনে কংগ্রেসের পক্ষেই থাকবে ।ফলে চাঁদপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দখল করতে চলেছে বলে জানান মোশারফ। অন্যদিকে বহরমপুর আদালতের বিচারক ওই তিন প্রার্থীকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন পুলিশকে।
এদিন বহরমপুর আদালতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল। এদিকে ওই তিন প্রার্থীকে নিয়ে বিস্তর টালবাহানা চলছে। একবার কংগ্রেস একবার তৃণমূল হাতবদলে চোখমুখের চেহারা পাল্টে গেছে ওই তিন প্রার্থীর। ফলে বোর্ড গঠনের দিন ওই তিন প্রার্থী কোন দিকে ভোট দেন সেদিকেই নজর নওদাবাসীর। উল্লেখ্য, নওদা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের মোট ২০টি আসনের মধ্যে ১১টি আসন কংগ্রেসের, ২টি আরএসপির এবং ৭টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ওই পঞ্চায়েতে কংগ্রেস এবং আরএসপির মোট ১৩ জন জয়ী প্রার্থী জোটের বোর্ড গঠন করতে ইচ্ছাপ্রকাশ করেছে।