কলকাতা: অভিষেক বন্দ্যাপাধ্যায়ের কুড়মিদের ধমকেছিলেন, এই অভিযোগে আদালতের কাছে রক্ষাকবচ চাইলেন পঞ্চায়েত ভোটের ২৮ জন কুড়মি প্রার্থী। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এ নিয়ে আবেদন করেছেন তাঁরা। শুক্রবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিষেকের নবজোয়ার যাত্রায় তাঁর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল কুড়মিদের বিরুদ্ধে। সেই ঘটনায় রাজ্যের মন্ত্রী তথা আদিবাসী নেত্রী বীরবাহা হাঁসদার গাড়ির চালক আহত হন। এই হামলার ঘটনায় গ্রেফতার করা হয় বেশ কয়েকজন কুড়মি নেতাকে। গ্রেফতার হন বেশ কিছু কুড়মি আন্দোলনকারীও। হামলার ঘটনা খতিয়ে দেখার তদন্তভার দেওয়া হয় রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডিকে। যদিও গ্রেফতার হওয়া কুড়মি নেতা রাজেশ মাহাতো সেই সময় এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছিলেন।
আরও পড়ুন: Panchayat Election 2023 | HC | খেজুরির ৬১ বিজেপি কর্মীকে ভর্ৎসনা আদালতের
এদিকে অভিষেক বলেছিলেন, ওই বিক্ষোভে জয় শ্রীরাম স্লোগান শুনতে পাওয়া গিয়েছিল। এমনকী হামলার ঘটনায় সত্যিই কুড়মিরা রয়েছে, না কি তাঁদের সামনে রেখে অন্য কেউ এই কাজ করিয়েছেন, তা ৪৮ ঘণ্টার মধ্যে জানাতেও বলেছিলেন অভিষেক। অভিষেকের হুঁশিয়ারি ছিল, যারা করেছে, তাদের সবাইকে চিহ্নিত করে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিন এই মামলাতে আদালতের নির্দেশ, ২৮ জন মামলাকারীর বিরুদ্ধে ১৫ জুলাই পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না। তাঁরা তাদের বাড়ির ঠিকানা, যেখানে থাকবেন ও মোবাইল নম্বর স্থানীয় থানায় জমা দেবেন।